ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রাক্তন এমপি মো. সাইদের মৃত্যুতে স্পিকারের শোক

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৭, ২২ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাক্তন এমপি মো. সাইদের মৃত্যুতে স্পিকারের শোক

নিজস্ব প্রতিবেদক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী লালমনিরহাট-৩ আসনের প্রাক্তন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবু সালেহ মো. সাইদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সোমবার এক শোকবার্তায় স্পিকার বলেন, ‘আবু সালেহ মো. সাইদের মৃত্যুতে জাতি একজন বীর মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক নিবেদিত রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো।’

তিনি বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন স্পিকার।

আবু সালেহ মো. সাইদ রোববার বেলা সাড়ে ৩টায় ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।  তিনি স্ত্রী, দুই ছেলে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, তিনি শহীদ জাতীয় নেতা এ এইচ এম কামরুজ্জামানের বড় জামাতা।  তিনি ১০ম জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।

আবু সালেহ মো. সাইদের মৃত্যুতে আরো শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।

সোমবার বিকেল ৪টায় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/২১ এ‌প্রিল ২০১৯/আসাদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়