ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নূর হোসেন, তারেক সাঈদ আপিল করবেন

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৭, ১৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নূর হোসেন, তারেক সাঈদ আপিল করবেন

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নূর হোসেনের আইনজীবী

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : সাত খুন মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন ও তারেক সাঈদ এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা।

সোমবার সকাল ১০টার দিকে আলোচিত সাত খুন মামলার রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। রায়ে ২৬ আসামির ফাঁসি ও ৯ আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়। 

নূর হোসেনের আইনজীবী খোকন সাহা সাংবাদিকদের বলেন, তার মক্কেল মনে করেন তিনি ন্যায্য বিচার পাননি। তাই তিনি উচ্চ আদালতে এ ব্যাপারে আপিল করবেন।

রায়ের পর এক প্রতিক্রিয়ায় খোকন সাহা বলেন, ‘আমার মক্কেল নূর হোসেন ও মিজানুর রহমান দিপু মনে করেন তারা সঠিক বিচার পাননি। এ কারণে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা।’

বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদের আইনজীবী সুলতানুজ্জামান বলেন, ‘আমরা এ রায়ে সন্তুষ্ট হতে পারিনি। হাইকোর্টে এ বিষয়ে আপিল করব এবং আশা করি তার প্রতিকার পাব।’

তার আরেক আইনজীবী শাহাবুদ্দিন বলেন, ‘আবেগতাড়িত হয়ে রায় দিয়েছে। কোনো ধরনের প্রমাণ আদালতে হাজির করতে পারেনি। পুলিশ তদন্ত রিপোর্ট দিলেই হবে না, সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে। তারিক সাঈদ (হত্যার) নির্দেশ দিয়েছে এ ধরনের কোনো কাগজপত্র আদালতে হাজির করতে পারেননি বাদীপক্ষ।’

র‌্যাব থেকে বরখাস্ত লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানার আইনজীবী রিতা ইসলামও আপিল করার কথা বলেছেন সাংবাদিকদের।

বরখাস্ত আরেক র‌্যাব কর্মকর্তা মেজর আরিফের আইনজীবী এম এ রশিদ ভূইয়া সাংবাদিকদের বলেন, বিজ্ঞ বিচারক যে রায় দিয়েছেন তাতে আসামিপক্ষ সংক্ষুব্ধ হলে তারা আপিল করতে পারবেন।



রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/১৬ জানুয়ারি ২০১৭/হাসান উল রাকিব/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়