ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দোহাজারীতে ভূমি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে চুক্তি

ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ২১ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 দোহাজারীতে ভূমি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে চুক্তি

নিজস্ব প্রতিবেদক : দোহাজারী থেকে রামু-কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের কাছে ঘুনধুম পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের সিংগেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পে ভূমি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

 

সোমবার রেলভবনে বাংলাদেশ রেলওয়ে এবং ডর্প-পাথমার্ক-এর মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়।

 

রেলওয়ের পক্ষে সংস্থাটির জেনারেল ম্যানেজার ও প্রকল্প পরিচালক মো. মাহবুবুল হক বকশী এবং ডর্প-এর পক্ষ্যে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম নোমান চুক্তিতে স্বাক্ষর করেন।

 

ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডর্প) এবং পাথমার্ক অ্যাসোসিয়েটস লিমিটেড যৌথভাবে প্রকল্পের পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করবে।

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান, ডর্প-এর চেয়ারম্যান মো. আজহার আলী তালুকদার, পুনর্বাসন বিশেষজ্ঞ মো. সাইফুল্লাহ, পাথমার্ক অ্যাসোসিয়েটস লি.-এর সিনিয়র উপদেষ্টা মো. নাজমুল ইসলাম পাটওয়ারী উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ নভেম্বর ২০১৬/ইয়ামিন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়