ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টি-টোয়েন্টি সিরিজে জয়হীন ভারত

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ৮ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টি-টোয়েন্টি সিরিজে জয়হীন ভারত

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হতাশ বিরাট কোহলি (বাঁয়ে), মহেন্দ্র সিং ধোনি

ক্রীড়া ডেস্ক : তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টিতেই দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল ভারত। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেনে তৃতীয় ম্যাচটি তাই সিরিজের ফলাফলে প্রভাব ফেলত না। তবে ম্যাচটি ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণই ছিল।

 

প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াতে তৃতীয় টি-টোয়েন্টিতে জয় দরকার ছিল ভারতের। কিন্তু বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় বল মাঠে গোড়ানো তো দূরের কথা, টসই হয়নি ভারত-দক্ষিণ আফিকা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে। এর ফলে তিন ম্যাচের সিরিজে জয়হীনই থাকল মহেন্দ্র সিং ধোনির দল।

 

বৃহস্পতিবার ইডেনে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। ইডেনে বিকেলে বৃষ্টি হলেও সন্ধ্যার পর আর বৃষ্টি নামেনি। কিন্তু অনেক চেষ্টার পরও মাঠ খেলার উপযুক্ত করে তুলতে পারেননি মাঠকর্মীরা। আম্পায়াররা তিন দফা মাঠ পরিদর্শনের পর স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।  

 

প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে আর দ্বিতীয়টিতে ৬ উইকেটে জেতা দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানেই সিরিজ জিতেছে। সিরিজসেরা নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জেপি ডুমিনি।

 

আগামী রোববার কানপুরে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ওয়ানডের পর চার ম্যাচের টেস্ট সিরিজও খেলবে দুই দল।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ অক্টোবর ২০১৫/পরাগ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়