ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পঞ্চমবারের মতো ডিএমপির শ্রেষ্ঠ ডিসি বিপ্লব

জিসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ১১ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পঞ্চমবারের মতো ডিএমপির শ্রেষ্ঠ ডিসি বিপ্লব

নিজস্ব প্রতিবেদক : টানা পঞ্চমবারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ ডিসির পুরস্কার পেলেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার।

 

পাশাপাশি পল্লবী জোনের সহকারী কমিশনার এ বি  এম জাকির হোসেন, গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মিজানুর রহমান, গুলশান থানা ওসি (তদন্ত) ফিরোজ কবীর এবং পল্লবী থানার এস আই রাসেল পুরস্কার পেয়েছেন। এদের মধ্যে ফিরোজ কবীর টানা দ্বিতীয় বার এবং কাজী মিজানুর রহমান টানা তৃতীয় বার পুরস্কার লাভ করলেন।

 

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির ক্রাইম কনফারেন্সে তাদের পুরস্কারের কথা ঘোষণা করা হয়। ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ২০১৫ সালের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কারপ্রাপ্তদের হাতে নগদ টাকা, সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হবে।

 

তিনি আরো জানান, যেকোনো ঘটনার ক্ষেত্রে তড়িৎ সিদ্ধান্ত নিতে ডিসি বিপ্লব কুমার এগিয়ে থাকায় তিনি এ পুরস্কার পেয়েছেন।

 

পুরস্কার ঘোষণার পর ডিসি বিপ্লব কুমার সরকার এক প্রতিক্রিয়ায় বলেন, ‘টানা পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ ডিসির পুরস্কার পাওয়ায় আমি আনন্দিত। সামনে কাজ করতে অনুপ্রেরণা আরো বাড়বে।’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৬/জিসান/সাইফুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়