ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকে চুরির সময় ২ ইরানি গ্রেপ্তার

মাকসুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ১৫ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ ব্যাংকে চুরির সময় ২ ইরানি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের ক্যাশ কাউন্টার থেকে টাকা চুরির সময় দুই বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলো কারাম ও জালালী নেজাদ মোস্তফা। দুজনেই ইরানি নাগরিক বলে পুলিশ জানিয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলে মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন,  গ্রেপ্তারকৃত দুজন বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের ক্যাশ কাউন্টারে প্রবেশ করে। এ সময় তারা ব্যাংকের ৩৫ নম্বর কাউন্টার থেকে এক লাখ টাকার একটি বান্ডিল নিয়ে পালানোর চেষ্টা করে। ব্যাংকের লোকজন বিষয়টি দেখে তাদের আটক করে। পরে পুলিশে খবর দেওয়া হলে তাদের গ্রেপ্তার করে চুরি যাওয়া টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

 

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত দুজন ২ ডিসেম্বর বাংলাদেশে আসার পর আশকোনার একটি বাসায় ওঠে। দুজনের বাড়ি ইরানের রাজধানী তেহরানে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৬/মাকসুদ/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়