ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফেসবুকের লোগো পরিবর্তন

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ২ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেসবুকের লোগো পরিবর্তন

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক সম্প্রতি তাদের লোগোতে পরিবর্তন এনেছে।

 

স্কাই নিউজের খবরে বলা হয়েছে, ফেসবুকের নতুন লোগোতে খুব বেশি পরিবর্তন আনা হয়নি। ফেসবুকের লোগোর ব্যাকগ্রাউন্ড রঙ হিসেবে নতুন লোগোতেও নীল রয়েছে আগের মতোই। আর ‘ফেসবুক’ শব্দটি লেখার ডিজাইনেও কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে অনেক ফেসবুক ব্যবহারকারীদের কাছেই বিষয়টি সহজে ধরা পড়বে না।

 

নতুন লোগোতে আগের লোগোটির চেয়ে আরো বেশি ফ্ল্যাট ডিজাইন এবং স্পষ্ট ফন্ট ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি লোগোতে সবচেয়ে বড় পরিবর্তন করা হয়েছে ফেসবুক শব্দের ‘a’ ও ‘’ অক্ষর দুইটির ডিজাইনে।

ফেসবুকের নতুন লোগো

 

ফেসবুকের পুরোনো লোগো

 

নতুন লোগো এখনো সারাবিশ্বের সকল ব্যবহারকারীরাদের কাছে পৌঁছায়নি। খুব শিগগির ফেসবুকের সকল ব্যবহারকারী নতুন লোগো পাবে বলে জানা গেছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৫/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়