ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিক্রির চাপে সিংহভাগ শেয়ারের দর পতন

এন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ২৬ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিক্রির চাপে সিংহভাগ শেয়ারের দর পতন

অর্থনৈতিক প্রতিবেদক : ঈদের আগে শেষ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার শেয়ার বিক্রির চাপে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। এর পাশাপাশি দিন শেষে কমেছে ডিএসইর সবগুলো সূচকও।

 

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩২০টি কোম্পানির ৮ কোটি ৬৩ লাখ ১ হাজার ৯০৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ২৬৫ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ৭৭৮ টাকা। যা আগের দিনের চেয়ে ৪৫ কোটি ৮৫ লাখ টাকা কম।

 

এদিকে আজ ডিএসইর প্রধান সূচক আগের কার্যদিবসের চেয়ে ১.২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৩৮০.২২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭১৪.৭৫ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়া সূচক ১.২৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ০৮০.১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩২০টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত আছে ৪৬টির।

 

অন্যদিকে আজ লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি প্রতিষ্ঠান হচ্ছে- অলিম্পিক এক্সেসরিজ, একমি ল্যাবরেটরিজ, আমান ফিডস, ন্যাশনাল ফিড, রেনেটা, স্কয়ার ফার্মা, ইবনে সিনা, বিবিএস, ইসলামী ব্যাংক ও অরিয়ন ইনফিউশন।

 

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি প্রতিষ্ঠান হচ্ছে- প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ, অগ্নি সিস্টেম, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মা, প্রাইম ইন্স্যুরেন্স ও আমান ফিডস।

 

দাম কমার শীর্ষে প্রধান ১০টি প্রতিষ্ঠান হচ্ছে- আইএসএন, সাভার রিফ্রেক্টরিজ, গ্লোবাল হেভি, এপেক্স স্পিনিং, সমতা লেদার, বিবিএস, বিডি ফাইন্যান্স, হামিদ ফেব্রিক্স ও ইস্টার্ন ইন্স্যুরেন্স।

 

এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দরপতন ঘটেছে বেশিরভাগ শেয়ারের। আজ এখানে মোট ৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। লেনদেন হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫৩টির কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত আছে ৩১টির।

 

    

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৬/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়