ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘গুম হওয়াদের বিষয়ে তদন্ত করা হচ্ছে’

মেহেদী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ১০ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘গুম হওয়াদের বিষয়ে তদন্ত করা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে অভিযোগ এলে তা তদন্তের জন্য আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেই। এছাড়া গুম হওয়া ব্যক্তিদের বিষয়ে সরকার তদন্ত করছে বলেও জানান তিনি।

 

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

 

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার কমিশন এ সেমিনারের আয়োজন করেন।

 

আইনমন্ত্রী বলেন, দেশে আইন-বহির্ভূত হত্যার কোনো অভিযোগ পেলে এবং প্রমাণিত হলে কঠোর হাতে তা দমন করা হবে।

  

তিনি বলেন, আমরা এ ধরনের হত্যাকে কঠিন হাতে দমন করছি। কারো কাছে কোনো অভিযোগ থাকলে তা সংশ্লিষ্টজনকে জানানোর জন্য আহ্বান জানান তিনি।

 

আইন-বহির্ভূত হত্যা আইনের শাসন প্রতিষ্ঠায় বড় প্রতিবন্ধকতা বলেও মন্তব্য করেন তিনি।

 

আনিসুল হক বলেন, রোহিঙ্গাদের ওপর হামলার পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে এনে বাংলাদেশ সরকার এবং জনগণের যে অবস্থান তা জানিয়ে দেওয়া হয়েছে।

 

আইনমন্ত্রী জানান, বাংলাদেশে ৩০ থেকে ৩৫ হাজার রোহিঙ্গাকে জায়গা দেওয়ার মতো সামর্থ্য থাকলেও দুই লাখের বেশি রোহিঙ্গাকে জায়গা দেওয়া হয়েছে।

 

মেয়ে শিশুর বিয়ের বয়স আইনে বিশেষ ব্যবস্থা রাখার কারণ উল্লেখ করে তিনি বলেন, বিয়ের ক্ষেত্রে বয়স অবশ্যই নির্ধারিত আছে ১৮ বছর; তবে বিশেষ কারণে পরিস্থিতি বুঝে ১৮-এর  আগেও বিয়ে দেওয়া যাবে আইনটি করা হয়েছে  আমাদের দেশের বাস্তবতা দেখেই। 

 

এই বিশেষ ব্যবস্থাকে কেউ অপব্যবহার করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, ১৮ বছরের  আগে বিয়ে দিতে হলে সঠিক কারণ জানিয়ে আদালত থেকে অনুমতি নিতে হবে।

  

বাংলাদেশের সংবিধান পৃথিবীর মধ্যে সবচেয়ে মানবাধিকারবান্ধব  মন্তব্য করে তিনি।  

 

অনুষ্ঠানে কি-নোট পেপার উপস্থাপন করেন ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম। 

 

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ ডিসেম্বর ২০১৬/মেহেদী/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়