ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ম্যাচসেরা সাকিব জয়ের রহস্য জানালেন

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ২৫ নভেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ম্যাচসেরা সাকিব জয়ের রহস্য জানালেন

সাকিব আল হাসান

ক্রীড়া ডেস্ক : আগের দুই ম্যাচে সুবিধা করতে পারেননি। বুধবার জ্বলে উঠলেন ব্যাট ও বল হাতে। বিশ্বসেরা অলরাউন্ডার ব্যাট হাতে করলেন অপরাজিত ২৪ রান। আর বল হাতে ৪ ওভারে ১৬ রান দিয়ে নিলেন ৪ উইকেট। সাকিবের অলরাউন্ডিং নৈপূণ্যে দল জয় পেল ৬৯ রানের বড় ব্যবধানে। তাই ম্যাচসেরার পুরস্কারটিও তার হাতেই উঠেছে। ম্যাচশেষে জয়ের রহস্য জানালেন সাকিব।

 

‘আমার কাছে মনে হয় টসটা গরুত্বপূর্ণ ছিল। আর যেহেতু প্রতিদিন দুটি করে ম্যাচ হচ্ছে, উইকেট প্রস্তুত করার অতো সময়ও পাচ্ছে না কিউরেটররা। তাই দিন দিন উইকেট অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে। সময় যাচ্ছে, উইকেট মন্থর হচ্ছে, নীচু হচ্ছে।দুপুরে উইকেট তরতাজা থাকে। বল ব্যাটে ভালো আসে। সময় গড়ালে উইকেট মন্থর হচ্ছে। পরের দিকে ব্যাটিং করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে।’

 

যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিশ্রাম করার সুযোগ পাননি। মাঠে নেমে পরেছেন। সেটার প্রভাব তার উপর পরছে। এ বিষয়ে সাকিব বলেন, ‘শরীরে কোনো শক্তি নাই এখনও। ১৫টা বল খেলেছি, ৩-৪টা ছয় মারার বল ছিল। মারতে পারিনি। আসলে আসার পর এখনও জেটল্যাগ কাটেনি, অসুস্থতা আছে। ঠান্ডা। আসলে শক্তি না থাকলে কিছু করার সম্ভব নয়। এ জন্যই ব্যাটিংয়ে এখনও ধুঁকতে হচ্ছে। আজকে ২৫ রান করেছি খুব ভালো ব্যাটিং না করেও। একটু হলেও আত্মশ্বিাস দেবে। ব্যাক টু ব্যাক ম্যাচ। অনুশীলনেরও সুযোগ নাই। আশা করি আজকের পর ব্যাট হাতেও অবদান রাখতে পারব।’

 

গেম প্লানের বিষয়ে রংপুর রাইডার্সের অধিনায়ক বলেন, ‘আসলে আমাদের দলীয় পরিকল্পনাই ছিল এটা। ওদের মুস্তাফিজ আছে, শেষ দিকে ওর বোলিং করার কথা। আমাদের এ জন্যই পরিকল্পনা ছিল যে থিসারাকে আগে পাঠানো, যেন মুম্তাফিজকে আগে বোলিংয়ে আনে ওরা। আমরা সফলই ছিল পরিকল্পনায়। শেষ দিকে থিসারা মুস্তাফিজকে মারতে গিয়ে আউট হয়। ওকে মারা আমাদের পরিকল্পনায় ছিল না। ওটা না হলে শেষ ৩ ওভারে আমরা আরও রান করতে পারতাম।’

 

প্রথম দুই ম্যাচে মিসবাহ-উল-হক খেললেও ঢাকা ডিনামাইটসের বিপক্ষে খেলেননি। তার না খেলার বিষয়ে সাকিব বলেন, ‘কম্বিনেশনের কারণেই মিসবাহ খেলেননি। ওদের তিনজন বাঁহাতি ব্যাটসম্যান ছিল। আমাদের ভালো কোয়ালিটি অফ স্পিনার দরকার ছিল। আমাদের লোকাল অফ স্পিনার নেই ওরকম কোনো। দুই জন অফ স্পিনার বিদেশী। এজন্য মিসবাহকে বসিয়ে অফ স্পিনার নিতে হয়েছে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ নভেম্বর ২০১৫/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ