ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রিপনের সাক্ষাৎকার

অ্যাটর্নি জেনারেল পড়লেন, ফটোকপির হিড়িক

মেহেদী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৯, ৩০ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অ্যাটর্নি জেনারেল পড়লেন, ফটোকপির হিড়িক

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পিয়ন রিপনকে নিয়ে ‘অ্যাটর্নি স্যারের দেওয়া চাকরিই সবচেয়ে বড় গিফট’ শিরোনামে রাইজিংবিডি ডটকমে প্রকাশিত সাক্ষাৎকারটি ব্যাপক সাড়া ফেলেছে।

 

রোববার দুপুরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাক্ষাৎকারটি পড়ে এর প্রশংসা করেন।
অ্যাটর্নি জেনারেল প্রতিবেদনটি হাতে নিয়ে বলেন, ‘ও এটা তো দেখছি আমাদের রিপনের সাক্ষাৎকার। ভালো হয়েছে।

 

রিপন তো আমাকে ওর বিয়ের অনুষ্ঠানের বন্দোবস্ত করতে বলেছে।’

 

এদিকে সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে অনেক কর্মকর্তা-কর্মচারীর হাতে রিপনের সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদনটি দেখা যায়।

 

সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে ফটোকপির দোকানগুলোতে অনেকেই রাইজিংবিডি থেকে প্রিন্ট করে রিপনের সাক্ষাৎকারটি ফটোকপি করে নিচ্ছেন। অনেকেই নিজ নিজ দপ্তরে বসে মনোযোগ দিয়ে সাক্ষাৎকারটি পড়ছেন।

 

অ্যাটর্নি জেনারেলের পি এস কবির আহমেদ বলেন, ‘রিপনের সাক্ষাৎকার পড়েছি। অনেক ভালো হয়েছে। এ রকম নিউজ সবার করা উচিত।’

 

রিপনের আল্লাউদ্দিন ভাই, কবির আহমেদ ভাই, অতিশ দাদা, বাবু ভাই, গ্যানম্যান মিজান ভাই, কামরুল ভাই, বিপুল ভাই প্রতিবেদনটি পড়ে দারুণ খুশি।

 

 

সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পিয়ন রিপন। সবসময় হাসি-খুশি আর প্রাণবন্ত ২৭ বছরের রিপন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলমের অ্যাপায়নের দ্বায়িত্বে নিয়োজিত।

 

রিপনের জন্ম ১৯৮৮ সালে রাজধানীর নিমতলীতে। জন্মের পরপর টাইফয়েড জ্বর হওয়ায় রিপনের স্বাভাবিক শারীরিক বৃদ্ধি হয়নি। রিপন লম্বায় এখন তিন ফুটের একটু বেশি। নিজের এই খর্বাকৃতি নিয়ে কোনো কষ্ট নেই রিপনের।

 

রোববার রিপনকে নিয়ে অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমে প্রতিবেদন প্রকাশিত হয়।

 

‘অ্যাটর্নি স্যারের দেওয়া চাকরিই সবচেয়ে বড় গিফট’

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ অক্টোবর ২০১৬/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়