ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শরণার্থীদের ঢুকতে দিয়ে ভুল করেছেন মেরকেল : ট্রাম্প

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৩, ১৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শরণার্থীদের ঢুকতে দিয়ে ভুল করেছেন মেরকেল : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, র্জামানিতে এত বেশি শরণার্থীদের ঢুকতে দিয়ে ‘বিপর্যয়কর’  ভুল করেছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

ট্রাম্প বলেছেন, ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা মেরকেল এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জার্মানির কাছে একটি গাড়ির মতো।

পররাষ্ট্রনীতির লক্ষ্য সম্পর্কে বিট্রিশ ও জার্মান গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় এ কথা বলেন ট্রাম্প। টাইমস ও বিল্ডকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জন্য স্বচ্ছ বাণিজ্যনীতি করতে চান তিনি।

যুক্তরাষ্ট্র ও বিশ্বের মধ্যে বাণিজ্যিক ঘাটতি কমাতে চান বলে জানিয়েছেন ট্রাম্প। তবে এ ক্ষেত্রে তার গুরুত্বে রয়েছে চীন। তার প্রশাসন গুরুত্ব দেবে স্মার্ট বিজনেসে, মুক্ত বাণিজ্যে নয়।

দি টাইমস পত্রিকার পক্ষে সাক্ষাৎকারটি গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের সংসদ সদস্য মাইকেল গভ। ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে ছিলেন মাইকেল গভ এবং এ নিয়ে তিনি নিবন্ধও লিখেছিলেন।

নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তোলা একটি ছবি টুইটারে শেয়ার করেছেন মাইকেল গভ। সাক্ষাৎকারটি সেখানে নেওয়া হয়েছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়