ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আর্সেনালের জালে ম্যানসিটির গোল উৎসব

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ২৮ আগস্ট ২০২১  
আর্সেনালের জালে ম্যানসিটির গোল উৎসব

আর্সেনালের হলোটা কী?

একের পর এক হারে বিপর্যস্ত ইংলিশ লিগের অন্যতম সেরা ক্লাবটি। শনিবার নিজেদের তৃতীয় ম্যাচেও যাচ্ছেতাই পারফরম্যান্স তাদের। ম্যানচেস্টার সিটির কাছে ৫-০ গোলে হেরেছে আর্সেনাল। লিগে তিন ম্যাচে এখনও জয়ের মুখ দেখেনি তারা।

আরো পড়ুন:

তিন ম্যাচে হজম করেছে ৯ গোল। দলের রক্ষণের মতো ফরোয়ার্ডদের পারফরম্যান্সও তলানিতে। তিন ম্যাচে গোল করতে পারেনি কেউ। ফলে পয়েন্ট টেবিলের তলানিতেই পড়ে রয়েছে দলটি। অন্যদিকে ম্যানচেস্টার সিটি তিন ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে। শীর্ষে আছে ওয়েস্ট হ্যাম।

পেপ গার্দিওলার দলের গোল উৎসবের রাতে জোড়া গোল করেন ফেররান তোরেস। এছাড়া আলকে গন্ডোয়ান, গ্যাব্রিয়েল জেসুস ও রড্রি একটি করে গোল করেন। জেসুস নিজে গোল করা বাদেও দুটি অ্যাসিস্ট করেছেন। 

ম্যাচের পুরোটা জুড়েই ছিল স্বাগতিকদের আধিপত্য। ৮০ শতাংশ বল তাদের দখলেই ছিল। বাকি ১৯ শতাংশ বল ছিল আর্সেনালের কাছে। কিন্তু অন টার্গেটে একটি শটও নিতে পারেনি আর্সেনাল। অন্যদিকে সিটি ১০টির মধ্য পাঁচটি লক্ষ্যভেদ করেছে। 

 

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়