Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ০৬ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২২ ১৪২৮ ||  ২৯ রবিউস সানি ১৪৪৩

গোপন বিয়ের খবর দিলেন অভিনেত্রী 

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১২, ২৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গোপন বিয়ের খবর দিলেন অভিনেত্রী 

গোপনে বিয়ের পিঁড়িতে বসেছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শালিনি ভাড়নিকাতি। বর দক্ষিণী সিনেমার পরিচালক মনোজ বিধা। 

সম্প্রতি বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন তারা। বরের সঙ্গে তোলা শালিনির বিয়ের কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন। 

ভারতীয় একটি সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে—দীর্ঘ দিনের প্রেমিক মনোজ বিধার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শালিনি। গত ২১ আগস্ট চেন্নাইয়ে মনোজ বিধার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় তাদের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

২০১৫ সালে কন্নড় ভাষার ‘প্লাস’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শালিনি। একই বছর তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। এরপর কন্নড়-তেলেগু ভাষার বেশ কটি চলচ্চিত্র উপহার দেন তিনি। 

তবে চলতি বছরের ২৫ জুন নেটফ্লিক্সে মুক্তি পায় তার অভিনীত ‘কৃষ্ণা অ্যান্ড হিজ লীলা’ সিনেমাটি। মুক্তির এ সিনেমার জন্য দারুণ প্রশংসা কুড়িয়েছেন এই নায়িকা।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়