তাদের ‘আগুনের পাখি’
পরিচালক আউয়াল চৌধুরী নির্মাণ করছেন ‘আগুনের পাখি’ শিরোনামের সিনেমা। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার একটি গ্রামে ঘটে যাওয়া সত্য ঘটনা নিয়ে এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন তিনি। চলচ্চিত্রটির কাহিনি ও চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক নিজেই।
১২ মে (শুক্রবার) রাজধানীর একটি রেস্তোরাঁয় অভিনেতা আফফান মিতুল, অভিনেত্রী লাবণ্য চৌধুরী ও রমিজ রাজুকে ‘আগুনের পাখি’ সিনেমায় চুক্তিবদ্ধ করানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক ও পরিচালকসহ অন্যান্য কলাকুশলীরা। সিনেমায় তিনটি জেনারেশন দেখানো হবে, সেখানে শেষ জেনারেশনে আফফান মিতুল আর লাবণ্য জুটিবদ্ধ হয়েছেন।
চলচ্চিত্রটির প্রি প্রডাকশনের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আগুনের পাখির মূল বিষয় নারী। নারীর আত্মমর্যাদা এবং আত্মশক্তি জাগরণের কাহিনিচিত্র এটি। পাশাপাশি উঠে এসেছে সমাজের প্রচলিত কিছু ট্যাবু। ধর্মীয় কুসংস্কার। শুভ শক্তির সঙ্গে অশুভ শক্তির চিরায়ত লড়াই। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা। যে চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয় ফিনিক্সের মতো, যার মৃত্যু নেই। ‘আগুনের পাখি’ চলচ্চিত্রে প্রধান কয়েকটি চরিত্রে আরও অভিনয় করবেন জ্যোতিকা জ্যোতি, ইমতিয়াজ বর্ষণ, মেঘলা মুক্তা, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ এ শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্রের গৌরব অর্জিত ‘যা ছিলো অন্ধকারে’র নির্মাতা আউয়াল চৌধুরী ‘আগুনের পাখি’ সিনেমার শুটিং শুরু করবেন ময়মনসিংহে চলতি বছরের আগস্ট থেকে।
রাহাত/ফিরোজ