ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নওগাঁ সীমান্তে ৭৫ শতক জমি ফেরত পেলো বাংলাদেশ

নওগাঁ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ১২ এপ্রিল ২০২৩   আপডেট: ১৭:৪৩, ১২ এপ্রিল ২০২৩
নওগাঁ সীমান্তে ৭৫ শতক জমি ফেরত পেলো বাংলাদেশ

নওগাঁর আগ্রাদিগুণ সীমান্তে সীমানা নির্ধারণ নিয়ে প্রায় ৫০ বছরের বিবাদ নিষ্পত্তি হয়েছে। ৭৫ শতক জমি ফেরত পেলো বাংলাদেশ।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ পর্যায়ে যৌথ মাপ যোগ শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে ছিলেন ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন ও ১৬৪ বিএসএফের কমেন্ডেন্ট এসকে মিশ্রা । এ সময় দুই দেশের ভূমি জরিপ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বৈঠক শেষে ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হামিদ জানান, এই জমিটি নিয়ে ৫০ বছর ধরে বিবাদ চলছিল। দুই দেশের যৌথ জরিপে এটি বাংলাদেশের সম্পত্তি তা প্রমাণিত হয়েছে। চাষিরা আবারও তাদের জমিতে চাষাবাদ করতে পারবেন। 

সাজু/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়