ফ্যাশনে মাফলার
সুদীপ দেবনাথ রিমন || রাইজিংবিডি.কম
মডেল: ডলার ও তানভীর, ছবি: অপূর্ব খন্দকার
সুদীপ দেবনাথ রিমন : শীতে উষ্ণতা এবং স্টাইল, উভয় সুবিধার জন্য বাজারে এসেছে নানা ডিজাইনের মাফলার। ফ্যাশনের বাড়তি অনুষঙ্গ হিসেবে তরুণ-তরুণীদের মধ্যে বর্তমানে এর চাহিদা বেশ লক্ষণীয়। এখন সময়টা যেহেতু শীতের, তাই এখনই উপযুক্ত সময় মাফলারের মাধ্যমে ফ্যাশন প্রকাশের।
বাজারে উলের নেট মাফলার, এন্ডি কটন, ফ্লালেন, পশমি মাফলার সহ নানা রকম চেক মাফলার পাওয়া যাচ্ছে। মাফলার তৈরি করতে ব্যবহার করা হয় সাধারণ সুতা, কালারপুল সুতা, কটন সুতা, বিস্কস সুতা, উল সুতা, খাদি সুতা। নকশায় এক কালার, স্টাইপ চেক, ডাবি জেবাড বেশ জনপ্রিয়।
শুধু তরুণ-তরুণীই নয়, বয়স্কদের শীত নিবারণেও মাফলার সঙ্গী। পাতলা ও ভারি এই দুই ধরনের মাফলার বাজারে পাওয়া যাচ্ছে। মাফলার কেনার আগে খেয়াল রাখতে হবে যে, এটি শুধু আপনার শীত নিবারণের জন্য নাকি পাশাপাশি ফ্যাশনের জন্যও ব্যবহার করবেন। ফ্যাশন হাউস থেকে শুরু করে বিভিন্ন মার্কেটে মিলবে নানা রকম নান্দনিক মাফলার।
মাফলার লং এবং শর্ট- এই দুই ধরনের হয়ে থাকে। ছেলেদের মাফলারগুলো লং হয় এবং মেয়েদের মাফলারগুলো শর্ট হয়। শীতের সময় পরার জন্য উলের ভারী মাফলারগুলো উপযোগী। উলের সেট নকশার ভিতরে অনেক রঙেয়ের মাফলার পাওয়া যায়। কোন কোন মাফলার উলের মধ্যে টাইডাই করা পাওয়া যাবে। এসব মাফলার ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। আবার কিছু মাফলার লেইস দেয়া পাওয়া যাবে। উলের মাফলারগুলো হাতে বোনা হয়।
চিকন চেক মাফলার পাবেন ১১০ টাকা থেকে ৮৫০ টাকার মধ্যে। দেশি মাফলার ৯০ টাকা থেকে ৩৫০ টাকার মধ্যে পাবেন। তাছাড়া স্টাইলিশ মাফলার আমদানি করা হয় বিদেশ থেকে। এগুলো আসে চায়না, ব্যাংকক, ইটালি সহ বিভিন্ন দেশ থেকে। এসব মাফলার পাবেন ৫০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে।
ছেলেদের শর্ট মাফলার ৬২০ টাকা থেকে শুরু করে ৩০০০ টাকার মধ্যে পাবেন। কিছু মাফলার ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারে। মেয়েদের মাফলারগুলো তুলনামূলক একটু ছোট ও নকশাদার হয়।
রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৬/ফিরোজ
রাইজিংবিডি.কম