ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিনা মূল্যে সিনেমা দেখার সেরা ১১ অ্যাপ

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ১৯ জুলাই ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিনা মূল্যে সিনেমা দেখার সেরা ১১ অ্যাপ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : অবসরে বিনোদনের প্রসঙ্গ এলেই প্রথমে মনে পড়ে চলচ্চিত্রের কথা। সময় কাটানোর মোক্ষম উপকরণ এটি। প্রযুক্তির কল্যাণে এখন স্মার্টফোনও এক্ষেত্রে বড় মাধ্যম।

 

অবসরে স্মার্টফোনে মুভি ও টিভি সিরিজ দেখার সুবিধার্থে অ্যাপ স্টোরে অসংখ্য অ্যাপ রয়েছে। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সেরা ১১টি বিনা মূল্যের মুভি অ্যাপ নিয়ে সাজানো হলো এ প্রতিবেদন।

 

Flipps
অ্যান্ড্রয়েড মুভি অ্যাপ্লিকেশনের চেয়েও বেশি কিছু এ ফ্লিপস এইচডি। স্মার্টফোনে এ অ্যাপের মাধ্যমে সিনেমা তো বটেই আরো উপভোগ করা যাবে ভাইরাল ভিডিও। গান শোনাও সম্ভব। স্ট্রিম মুভি শুধু অ্যান্ড্রয়েড ফোনে নয়, দেখা যাবে টেলিভিশনেও। অ্যান্ড্রয়েড অ্যাপটি ব্যবহার করে সিনেমা ডাউনলোডও সম্ভব। বিনামূল্যে ইনস্টল করা যাবে ফ্লিপস এইচডি। ডাউনলোড লিংক: https://goo.gl/xa7nlo

 

ShowBox
সেরা মুভি অ্যাপগুলোর মধ্যে শোবক্স অন্যতম। স্মার্টফোন ব্যবহারকারীদের কাছেও রয়েছে যথেষ্ট জনপ্রিয়তা। অ্যাপটি ব্যবহার করে সিনেমার পাশাপাশি উপভোগ করা সম্ভব টিভি সিরিয়াল, রিয়েলিটি শো। স্মার্টফোন ছাড়া এ অ্যাপ ব্যবহার করা যায় টেলিভিশন, কম্পিউটারেও। ব্যবহার সহজ হওয়ায় গ্রাহকবান্ধব অ্যান্ড্রয়েড অ্যাপ শোবক্স। কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই তৃতীয় পক্ষের আপলোড করা সিনেমা, স্ট্রিম ভিডিও দেখা সম্ভব। অ্যান্ডপ্রয়েড ডিভাইসটি এইচডি সমর্থিত হলে স্ট্রিম ফুল এইচডি ভিডিও দেখাও যাবে শোবক্সের মাধ্যমে। যেকোনো মুভি বা ভিডিও ডাউনলোড সম্ভব বিনামূল্যে। অ্যাপটি ডাউনলোড করা যাবে https://showboxapkdownloads.org ঠিকানা থেকে। 

 

ViewSter
ভিউস্টার অ্যাপ ব্যবহার করে অনলাইনে মুভির পাশাপাশি উপভোগ করা যায় স্ট্রিম টিভি সিরিয়ালসহ অনেক কিছু। ব্যবহার ভীষণ সহজ। স্ট্রিম মুভি দেখার জন্য প্রয়োজন নেই কোনো অ্যাকাউন্ট সৃষ্টির। অ্যাপটির মাধ্যমে টেলিভিশনেও চলচ্চিত্র উপভোগ সম্ভব। তবে অনেক সময় অ্যাপটির কাজ থমকে যায়। তবে কখনই কোনো ত্রুটি পাওয়া যায়নি এতে। তাই বাধা নেই এ অ্যাপ ইনস্টলে। ডাউনলোড লিংক: https://goo.gl/NVYi40। 

 

Hubi
স্ট্রিম অনলাইন মুভি, টিভি চ্যানেলসহ অন্য কিছু উপভোগের সুযোগ দেয় এ অ্যান্ড্রয়েড মুভি অ্যাপ। ওয়েবে থাকা যেকোনো ভিডিও ডাউনলোড করা যায় এর মাধ্যমে। আর এতে কোনো খরচ নেই। ডাউনলোডও হয় বেশ দ্রুত। সার্ভার লিংকটিও দিয়ে থাকে ব্যবহারকারীকে। সম্প্রতি অনেক সিনেমার হোস্টার পেয়েছে হুবি। বর্তমানে ৩৯ হোস্টার রয়েছে তাদের। ডাউনলোড লিংক: https://goo.gl/gsPmK8

 

YouTube
বছর কয়েক ধরেই ভিডিও শিল্পে আধিপত্য বিস্তার করে রয়েছে ইউটিউব। অ্যান্ড্রয়েড ফোনে মুভি দেখার কথা এলে এখনো সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে এটি। এর ডাটাবেজে রকমারি ভিডিও রয়েছে। সিনেমা উপভোগও সম্ভব সমান তালে। তবে সব ধরনের সিনেমা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই এখানে। এটি অ্যান্ড্রয়েডের জন্য শুধু ভালো মুভি অ্যাপ নয়, ভিডিও অ্যাপ হিসেবেও তুলনাহীন। ডাউনলোড লিংক: https://goo.gl/F8coSd

 

TubiTV

মুভি দেখার জন্য এই অ্যাপটি অন্যতম সেরা একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। বিনা মূল্যের এই অ্যাপটি প্লে স্টোর থেকে ১ মিলিয়নেরও বেশি সংখ্যকবার ডাউনলোড হয়েছে। অ্যান্ড্রয়েড কিটক্যাট এবং এর পরবর্তী ভার্সনে এই অ্যাপ ব্যবহার করা যাবে। অ্যাপটির দারুন একটি সুবিধা হচ্ছে, এতে ৪০ হাজারের বেশি মুভির টাইটেল রয়েছে, যা আপনাকে প্রিয় মুভি পেতে সহায়তা করবে। অ্যাকশন, কমেডি, ড্রামা, কুংফু-এরকম ক্যাটাগরি অনুযায়ী রয়েছে মুভিগুলো। মুভি ছাড়াও টিভি সিরিজও দেখা যাবে অ্যাপটির সাহায্যে। ডাউনলোড লিংক: https://goo.gl/osVJhv। 

 

Free Movies

বিনা মূল্যে মুভি দেখার অন্যতম জনপ্রিয় অ্যাপ, ফ্রি মুভিজ। প্লে স্টোর থেকে এই অ্যাপটি ১০ মিলিয়নের বেশি সংখ্যক ডাউনলোড হয়েছে। বিশেষ করে যারা পুরোনো অ্যান্ডয়েড চালিত ফোন ব্যবহার করেন যেমন জিঞ্জারব্রেড, আইসক্রিম স্যান্ডউইচ ইত্যাদি, তাদের জন্য এই অ্যাপটি খুবই সহায়ক। কেননা পুরোনো অ্যান্ড্রয়েড ফোন সাধারণত স্বল্প ইন্টারনাল স্টোরেজের হয়ে থাকে। তাই এই মুভি অ্যাপটি এক্ষেত্রে দারুন, কেননা অ্যাপটির সাইজ মাত্র ৯৯৭কেবি। এছাড়া অন্যান্য মুভি অ্যাপগুলোর মতো এই অ্যাপটির মাধ্যমে মুভি দেখার ক্ষেত্রে ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল করার ঝামেলা নেই। ডাউনলোড লিংক: https://goo.gl/xAQkj7। 

 

Big Star Movies

ফ্রি মুভি দেখার জন্য এটি অন্যতম জনপ্রিয় আরেকটি অ্যাপ। প্লে স্টোর থেকে অ্যাপটি ১ মিলিয়নের বেশি সংখ্যকবার ডাউনলোড হয়েছে। অ্যাপটির মাধ্যমে অন্যান্য মুভির পাশাপাশি ডকুমেন্টারি মুভিও দেখা যাবে। এই অ্যাপটির তালিকায় থাকা সব মুভি বিনা মূল্যের না হলেও, ১০০শ’র বেশি মুভি রয়েছে যেগুলোর বিনা মূল্যে দেখা যাবে। ডাউনলোড লিংক: https://goo.gl/OQb1gF। অ্যাপটির পূর্ণ সুবিধা উপভোগ করতে চাইলে সাইন-আপ করে প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে মাসিক খরচ ৪.৯৯ ডলার। 

 

MegaBox HD

ফ্রি মুভি দেখার জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপগুলোর তালিকায় নতুন হচ্ছে, মেগাবিক্স এইচডি। এই অ্যাপটি অনেকটা ShowBox অ্যাপটির মতোই। ১.৮ মেগাবাইট সাইজের হওয়ায় মেগাবক্স অ্যাপটি ফোনের ওপর তেমন চাপ সৃষ্টি করে না। ৩৬০ পিক্সেল এবং ৭২০ পিক্সেল- দুই ধরনের রেজ্যুলেশনে এতে মুভি দেখা যাবে। আপনি যদি ShowBox অ্যাপটির বিকল্প কোনো অ্যাপ ব্যবহার করতে চান তাহলে মেগাবক্স এইচডি অ্যাপটি ব্যবহার করতে পারেন। ডাউনলোড লিংক।   

 

Yidio

ফ্রি মুভির জন্য এই অ্যাপটি অন্যতম সেরা। কিন্তু সমস্যা হচ্ছে, অ্যাপটি নির্দিষ্ট কিছু স্মার্টফোনের জন্য উপযোগী। অ্যাপটিতে উন্নত নেভিগেশন মেন্যু থাকায়, এটি বেশ ইউজার ফ্রেন্ডলি। অ্যাপটির মাধ্যমে বিভিন্ন ধরনের মুভি এবং টিভি সিরিজ উপভোগ করা যাবে বিনা মূল্যে। তবে কিছু ক্ষেত্রে অর্থের বিনিময়ের দেখতে হবে। অ্যাপটিতে উন্নত ফিল্টার এবং অ্যাডভান্সড সার্চ বক্স রয়েছে, ফলে মুভির ধরন কিংবা প্রযোজক দিয়ে সার্চে প্রিয় মুভিটি সহজেই খুঁজে পাওয়া যাবে। এছাড়া অ্যাপটিতে প্রিয় মুভি দেখার জন্য অনুরোধও করা যাবে। ফলে যখনই মুভিটি অ্যাপটিতে যুক্ত হবে, তখন নোটিফিকেশনের মাধ্যমে আপনি জেনে যাবেন। ডাউনলোড লিংক: https://goo.gl/2Lebzh

 

Popcornflix

ফ্রি মুভির নতুন একটি অ্যান্ড্রয়েড অ্যাপ হচ্ছে, পপকর্নফ্লিক্স। এর ডাটাবেজে বর্তমানে ৭০০ মুভি রয়েছে। এছাড়া নতুন নতুন মুভি অ্যাপটিতে নিয়ে আসার জন্যও কাজ চলছে। এই অ্যাপটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, বিনা মূল্যে মুভি দেখার ক্ষেত্রে এতে কোনো রকম লুকানো খরচ নেই। ঝামেলাবিহীণভাবে এই অ্যাপটিতে মুভি উপভোগ করা যায়। ডাউনলোড লিংক: https://goo.gl/zz9JGC। 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৬/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়