ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশিসহ আটক ১৬২

এস. এ সৌরভ, মালয়েশিয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ২৮ মে ২০২৩  
মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশিসহ আটক ১৬২

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী শূন্য কোটায় নামিয়ে আনতে নিয়মিত অভিযান পরিচালনা করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। তারই ধারাবাহিকতায় যুক্ত করা হয়েছে দেওয়ান বান্ডারায়া কুয়ালালামপুরকে (ডিবিকেএল)।

যৌথ অভিযানে মালয়েশিয়ার আইনপ্রয়োগকারী বিভিন্ন সংস্থা অভিযান চালিয়ে ১৬২ জন অভিবাসী নির্মাণ শ্রমিককে আটক করেছে। তাদের মধ্যে বাংলাদেশি অবৈধ অভিবাসী শ্রমিক রয়েছেন ১১৮ জন।

আরো পড়ুন:

গত বৃহস্পতিবার দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান বুকিত কিয়ারা এলাকার একটি নির্মাণ স্থাপনায় অভিযান চালিয়ে ওই বিদেশি অভিবাসী শ্রমিকদের আটক করা হয়।

কুয়ালালামপুরের ফেডারেল টেরিটরি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সংস্থা দেওয়ান বান্দারায়া এই অভিযানে নেতৃত্ব দেয়। বৈধ নথিপত্র না থাকায় ১৬২ নির্মাণ শ্রমিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১১৮ বাংলাদেশি, মিয়ানমারের ২৩, ইন্দোনেশিয়ার ১১ এবং পাকিস্তানের ১০ নাগরিক রয়েছেন।

ডিবিকেএলের পরিচালিত ওই অভিযানে রয়্যাল মালয়েশিয়া  পুলিশ, নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ড, ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং করপোরেশন, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অংশ নেয়।

অভিযান শেষে সাংবাদিকদের ডিবিকেএল এর পক্ষ থেকে বলা হয়, এই নির্মাণ সাইটি মালয়েশিয়া সরকারের ভবন নির্মাণ এর আইন ভঙ্গ করেছে। আমরা কয়েকবার নোটিশ পাঠিয়ে সতর্ক করেছি এবং ভুল গুলো সংশোধন করে সরকারের ভবন নির্মাণ আইন ও নীতিমালা অনুযায়ী কাজ পরিচালনা করার জন্য। কিন্তু নোটিশের পরও ঐ কোম্পানি তাদের মত করে কাজ চালিয়ে যাচ্ছে। রাজধানীর জনবহুল এলাকায় ভবন নির্মাণ করতে হলে অবশ্যই সরকারের নীতিমালা অনুসরণ করতে হবে। এই ধরনের অবৈধ অভিবাসীদের আটকে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়