ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে গণস্বাস্থ্যের করতালি কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ২১ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৩:২৭, ২১ সেপ্টেম্বর ২০২০
করোনা যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে গণস্বাস্থ্যের করতালি কর্মসূচি

করোনা মোকাবেলায় সম্মুখসারির যোদ্ধাদেরকে শ্রদ্ধা ও সহমর্মিতা জানাতে ১ মিনিট অবিরাম করতালি কর্মসূচি পালন করবে গণস্বাস্থ্য কেন্দ্র।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সাভার গণস্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য নগর হাসপাতালসহ সারাদেশে গণস্বাস্থ্য কেন্দ্রের ৩০টি শাখায় একযোগে এই কর্মসূচি পালিত হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস সচিব জাহাঙ্গীর আলম মিন্টু জানান, কর্মসূচি চলাকালে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ্ চৌধুরীসহ চিকিৎসক, প্যারামেডিক, নার্স এবং অন্যান্য কর্মকর্তারা ঢাকায় ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে উপস্থিত থাকবেন।

তিনি জানান, সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এই কর্মসূচির সমন্বয়ক ডা. মনজুর কাদির আহমেদ, বিভিন্ন বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গণস্বাস্থ্য ক্যাম্পাসে অবস্থানরত শিশু-কিশোররা এই কর্মসূচীতে অংশ নেবেন।

ঢাকা/সাওন/টিপু

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ