ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কাশিমপুর কারাগারের জেল সুপারকে শোকজের আবেদন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ২৭ মার্চ ২০২৪  
কাশিমপুর কারাগারের জেল সুপারকে শোকজের আবেদন

রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় ৩৩ আসামির চার্জ গঠনের বিষয়ে শুনানির দিন আজ ধার্য ছিল। কিন্তু এদিন কারাগারে থাকা আসামি ইশতিয়াক আহম্মেদ জিতুকে আদালতে হাজির করেনি কর্তৃপক্ষ। এজন্য চার্জ শুনানি হয়নি। জিতুকে আদালতে হাজির না করায় গাজীপুরের কাশিমপুর কারাগারের জেল সুপারকে শোকজের আবেদন করে রাষ্ট্রপক্ষ।

বুধবার (২৭ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আলী হোসাইনের আদালতে এ আবেদন করেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর রফিক উদ্দীন (বাচ্চু)।

তিনি আদালতকে বলেন, মামলাটি এদিন চার্জ শুনানির জন্য ছিলো। এ মামলার মোট আসামি ৩৩ জন। ৬ আসামি পলাতক রয়েছে, ৮ জন জামিনে এবং ১৯ জন কারাগারে রয়েছে। ইশতিয়াক আহম্মেদ জিতু নামে এক আসামি কাশিমপুর কারাগারে রয়েছে। কিন্তু এদিন কারাকর্তৃপক্ষ তাকে আদালতে হাজির করেনি। এ কারণে চার্জ শুনানি করা যাচ্ছে না। আসামিকে যেন নিশ্চিত করে আদালতে নিয়ে আসতে পারে এজন্য জেল সুপারকে শোকজের আবেদন করছি।

তবে আদালত এ বিষয়ে মৌখিকভাবে কোনো আদেশ দেননি। আগামী ২৫ এপ্রিল চার্জ শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

/মামুন/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়