ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দুটি জ্বালানি ডিপোতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ২৪ এপ্রিল ২০২৪   আপডেট: ১৫:৪৪, ২৪ এপ্রিল ২০২৪
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দুটি জ্বালানি ডিপোতে আগুন

রাশিয়ার দুটি তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুটি ডিপোতে আগুন লেগে গেছে। বুধবার (২৪ এপ্রিল) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, দেশটির এসবিইউ সিকিউরিটি সার্ভিসের পাঠানো ড্রোন মঙ্গলবার রাতে রাশিয়ার স্মোলেনস্ক অঞ্চলে রোসনেফ্টের মালিকানাধীন দুটি তেলের ডিপোতে আঘাত হেনেছে।

সূত্রটি বলেছে, ডিপোগুলোতে ২৬ হাজার ঘনমিটার জ্বালানি রয়েছে। হামলার ফলে সেখানে বড় ধরনের আগুন লেগেছে এবং কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।

ইউক্রেনীয় গোয়েন্দা সূত্রটি বলছে, ‘এসবিইউ কার্যকরভাবে রুশ সামরিক অবকাঠামো এবং রসদ ধ্বংস করে চলেছে, যা ইউক্রেনে রাশিয়ান সেনাবাহিনীকে জ্বালানি সরবরাহ করে।’ 

এর আগে রাশিয়ার আঞ্চলিক কর্মকর্তারা ড্রোন হামলায় জ্বালানি স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ার তথ্য টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছিলেন।

হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে টেলিগ্রাম পোস্টে উল্লেখ করেন স্মোলেনস্ক অঞ্চলের গভর্নর ভ্যাসিলি আনোখিন। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বছরে প্রবেশ করেছে। রাশিয়া একদিকে যেমন পূর্ণ মাত্রায় আগ্রাসন চালাচ্ছে, অন্যদিকে ইউক্রেনও ক্রমবর্ধমানভাবে দূরপাল্লার ড্রোন দিয়ে রাশিয়ার তেল এবং সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানানোর দিকে মনোনিবেশ করেছে।

বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধি এড়াতে ইউক্রেনের মিত্রদেশগুলো এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানানো সত্ত্বেও কিয়েভ রুশ তেল শোধনাগারগুলোকে বৈধ লক্ষ্য হিসাবে বিবেচনা করে।

রয়টার্সের হিসাব অনুযায়ী, মার্চের শেষ পর্যন্ত, ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার প্রাথমিক তেল পরিশোধন ক্ষমতার প্রায় ১৪ শতাংশ হ্রাস পেয়েছে।

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়