ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে উপদেষ্টার বৈঠকে ট্যারিফ আলোচনায় গুরুত্ব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ১১ জুলাই ২০২৫   আপডেট: ০৮:৫৫, ১১ জুলাই ২০২৫
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে উপদেষ্টার বৈঠকে ট্যারিফ আলোচনায় গুরুত্ব

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসাডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ট্যারিফ আলোচনার অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) অ্যাম্বাসাডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টায় ওয়াশিংটন ডিসিতে ইউএসটিআরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য, শুল্ক নীতি এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। বিশেষভাবে গুরুত্ব পায় চলমান ট্যারিফ আলোচনা, যা দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বে নতুন মাত্রা যোগ করতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বৈঠকে দুই পক্ষই পারস্পরিক লাভ ও সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এই আলোচনা তিন দিনব্যাপী দ্বিতীয় দফার অংশ, যার দ্বিতীয় দিন ছিল বৃহস্পতিবার। উভয় দেশের সিনিয়র কর্মকর্তাদের অংশগ্রহণে বৈঠকগুলো হয়েছে অত্যন্ত ফলপ্রসূ ও গভীর বিশ্লেষণমূলক।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন- বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ সংক্রান্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তায়েব। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউএসটিআরের পাশাপাশি কৃষি, শ্রম, পরিবেশ, প্রাকৃতিক সম্পদ, ট্রেজারি বিভাগ, উদ্ভাবন ও মেধাস্বত্ব এবং বিনিয়োগ–সংক্রান্ত বিভিন্ন সংস্থার সিনিয়র প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টায় পুনরায় বৈঠকে বসে দুই পক্ষ। শুক্রবারও আলোচনা চলবে বলে জানানো হয়েছে।

ঢাকা/হাসান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়