ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বন বিভাগের অভিযান: মিরপুরে ৫০টি বন্যপ্রাণী উদ্ধার

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ১১ জুলাই ২০২৫  
বন বিভাগের অভিযান: মিরপুরে ৫০টি বন্যপ্রাণী উদ্ধার

বন বিভাগ অভিযান চা‌লি‌য়ে মিরপুরের পাখির দোকান থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণি উদ্ধার ক‌রে‌ছে।

শুক্রবার (১১ জুলাই) বন ও প‌রি‌বেশ মন্ত্রণালয় এ ত‌থ‌্য জা‌নি‌য়ে‌ছে।

এতে বলা হয়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-১ এলাকার কাঁচাবাজারে অভিযান চালায় বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ঢাকা ইউনিট।

এ সময় অবৈধভাবে আটক রাখা ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শিত মোট ৫০টি দেশি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে।

বন‌্যপ্রাণীগুলোর মধ্যে রয়েছে-৩টি পাহাড়ি ময়না, ২টি ঝুঁটি শালিক, ২টি গাং শালিক, ২টি তিলা ঘুঘু, ১৪টি শালিক, ২টি হিরামন তোতা, ২৩টি টিয়া, ১টি বাজপাখি ও ১টি কড়ি কাইট্টা।

বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানার নেতৃত্বে ৬ সদস্যের একটি দল বাজারের একাধিক দোকান ও স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে সহযোগিতা করে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিত সংগঠন ‘সোয়ান’।

উদ্ধারকৃত অধিকাংশ বন্যপ্রাণী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরে নিরাপদ ও উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। তবে অসুস্থ বন্যপ্রাণীদের আপাতত অফিসে নিরাপদভাবে সংরক্ষণে রাখা হয়েছে এবং পরে তাদেরকেও মুক্ত প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী, দেশীয় যেকোনো বন্যপ্রাণী সংগ্রহ, লালন-পালন, ক্রয়-বিক্রয় ও পরিবহন আইনত নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ।

বন্যপ্রাণী সংরক্ষণে পাখিবাজারে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাক‌বে ব‌লেও জানা‌নো হ‌য়ে‌ছে।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়