ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লিবিয়ার উপকূলে অভিবাসীদের নৌকাডুবি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ১২ নভেম্বর ২০২৫  
লিবিয়ার উপকূলে অভিবাসীদের নৌকাডুবি

লিবিয়ার উপকূলে একটি রাবার নৌকা ডুবে যাওয়ার পর কমপক্ষে ৪২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এ তথ্য জানিয়েছে। 

গত সপ্তাহে লিবিয়ার উপকূলের উত্তর-উত্তর-পশ্চিমে অবস্থিত উপকূলীয় স্থাপনা আল বুরি তেলক্ষেত্রের কাছে ৪৯ জনকে বহনকারী নৌকাটি ডুবে যায়। ছয় দিন ধরে সমুদ্রে ভেসে থাকা সাতজনকে লিবিয়ার কর্তৃপক্ষ উদ্ধার করেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, অভিবাসীরা সুদান, নাইজেরিয়া, ক্যামেরুন এবং সোমালিয়ার বাসিন্দা।

ন্যাটো-সমর্থিত বিদ্রোহের সময় ২০১১ সালে স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির শাসনামলের পর থেকে ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে সংঘাত ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা অভিবাসীদের জন্য লিবিয়া একটি ট্রানজিট রুট হয়ে উঠেছে।

অভিবাসন সংস্থা জানিয়েছে, চলতি বছর মধ্য ভূমধ্যসাগরে ডুবে যাওয়া অভিবাসীর সংখ্যা ইতিমধ্যেই এক হাজার ছাড়িয়ে গেছে। পুরো ভূমধ্যসাগর জুড়ে ২০২৪ সালে ২ হাজার ৪৫২ জন মারা গেছে।

সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, “সুরমান এবং ল্যাম্পেডুসার কাছে অন্যান্য মারাত্মক ঘটনার কয়েক সপ্তাহ পরেই এই মর্মান্তিক ঘটনাটি মধ্য ভূমধ্যসাগরীয় রুটে অভিবাসী এবং শরণার্থীদের মুখোমুখি হওয়া ক্রমাগত বিপদের কথা তুলে ধরে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়