ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেতানিয়াহুর জন্য ক্ষমা চেয়ে ট্রাম্পের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ১২ নভেম্বর ২০২৫  
নেতানিয়াহুর জন্য ক্ষমা চেয়ে ট্রাম্পের চিঠি

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমা করার কথা বিবেচনা করতে দেশটির প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের দপ্তর এ তথ্য জানিয়েছে।

নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতির মামলা চলছে। তবে নেতানিয়াহু অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন। ট্রাম্প বারবার তার ঘনিষ্ঠ মিত্রের জন্য ক্ষমা চেয়েছেন। 

ট্রাম্প তার চিঠিতে লিখেছেন, “যদিও আমি ইসরায়েলি বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং এর প্রয়োজনীয়তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানাই, আমি বিশ্বাস করি যে বিবির (নেতানিয়াহু) বিরুদ্ধে এই মামলা, যিনি দীর্ঘদিন ধরে আমার পাশে থেকে লড়াই করেছেন, যার মধ্যে ইসরায়েলের অত্যন্ত কঠোর প্রতিপক্ষ ইরানের বিরুদ্ধেও রয়েছে, এটি একটি রাজনৈতিক, অযৌক্তিক মামলা।”

এর আগে অক্টোবরে ট্রাম্প তার ইসরায়েল সফরের সময় ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দিয়েছিলেন। ওই সময় তিনি নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য হার্জোগকে অনুরোধ করেছিলেন।

২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছি। এগুলোর মধ্যে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ২ লাখ ১১ হাজার উপহার গ্রহণের অভিযোগও ছিল। ২০২০ সাল থেকে নেতানিয়াহুর বিচার চলছে। সেই বিচার এখনো শেষ হয়নি।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়