ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাশিয়ার পক্ষে লড়াই করছে কেনিয়ার ২ শতাধিক নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ১২ নভেম্বর ২০২৫  
রাশিয়ার পক্ষে লড়াই করছে কেনিয়ার ২ শতাধিক নাগরিক

ইউক্রেনে মস্কোর যুদ্ধে কেনিয়ার দুই শতাধিক নাগরিক রাশিয়ার পক্ষে লড়াই করছে। নিয়োগকারী সংস্থাগুলি আরো কেনিয়ার নাগরিককে এই সংঘাতে প্রলুব্ধ করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। বুধবার কেনিয়া সরকার এ তথ্য জানিয়েছে।

ইউক্রেন গত সপ্তাহে জানিয়েছিল, তিন ডজন আফ্রিকান দেশের ১ হাজার ৪০০ জনেরও বেশি নাগরিক ইউক্রেনে রাশিয়ার বাহিনীর পক্ষে লড়াই করছে। এদের কিছুকে প্রতারণার মাধ্যমে নিয়োগ করা হয়েছে।

রাশিয়া আফ্রিকানদের চুক্তি স্বাক্ষর করতে প্রলুব্ধ করছিল যা ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা ‘মৃত্যুদণ্ডের সমতুল্য’ বলে বর্ণনা করেছেন।

কেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ায় নিয়োগ অভিযানের সম্প্রসারণ ঘটেছে বলে জানা গেছে, যার মধ্যে কেনিয়ার নাগরিকরাও অন্তর্ভুক্ত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “দুই শতাধিক কেনিয়ার নাগরিক রাশিয়ার সেনাবাহিনীতে যোগদান করতে পারে... নিয়োগ নেটওয়ার্ক এখনো কেনিয়া এবং রাশিয়া উভয় দেশেই সক্রিয়।”

নাইরোবিতে মস্কোর দূতাবাস তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

মন্ত্রণালয়ের মতে, মস্কোর কেনিয়ার দূতাবাসে কিছু নিয়োগপ্রাপ্তদের আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের ভিসা, ভ্রমণ এবং আবাসনের খরচ বহন করার জন্য ১৮ হাজার ডলার পর্যন্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়