ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মার্কিন ইতিহাসের দীর্ঘতম শাটডাউন অবসানে বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ১৩ নভেম্বর ২০২৫   আপডেট: ১১:০৩, ১৩ নভেম্বর ২০২৫
মার্কিন ইতিহাসের দীর্ঘতম শাটডাউন অবসানে বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের ইতিহাসের দীর্ঘতম শাটডাউন (সরকারি অচলাবস্থা) অবসানের জন্য একটি অর্থায়ন বিলে স্বাক্ষর করেছেন, যা যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম পুনরায় চালু করার পথ খুলে দিয়েছে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার রাতে মার্কিন প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ২২২-২০৯ ভোটে অর্থায়ন বিলটি পাস হওয়ার মাত্র দুই ঘন্টা পরে স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এই বিলের মাধ্যমে সরকারি কর্মচারীরা কাজে ফিরবেন, ফেডারেল সংস্থা, কর্মসূচি ও বিভাগগুলোর জন্য অর্থ বরাদ্দ পুনরায় চালু হবে এবং যারা ১ অক্টোবর থেকে বেতন পাচ্ছিলেন না- তেমন কয়েকশো হাজার কর্মী তাদের বকেয়া বেতন পেয়ে যাবেন।

বিলটি স্বাক্ষরের সময় ট্রাম্প বলেন, “আজ একটি দুর্দান্ত দিন। আজ আমরা একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছি যে, আমরা কখনই চাপের কাছে নতি স্বীকার করব না।” ট্রাম্পের এই মন্তব্যের ফলে ওভাল অফিসে তার চারপাশে জড়ো হওয়া রিপাবলিকান আইন প্রণেতারা করতালিতে ফেটে পড়েন।

৪৩ দিন ধরে চলা এবারের শাটডাউন ট্রাম্পের প্রথম মেয়াদে ঘটে যাওয়া ৩৫ দিনের পূর্ববর্তী শাটডাউনের রেকর্ডকে ছাড়িয়ে যায়। ট্রাম্প শাটডাউনের জন্য ডেমোক্র্যাটদের সমালোচনা করে মার্কিনিদের এই মুহূর্তটি মনে রাখার কথা স্মরণ করিয়ে দেন।

তিনি বলেন, “আমি আমেরিকান জনগণকে বলতে চাই, আমরা যখন মধ্যবর্তী নির্বাচনের দিকে এগিয়ে আসছি তখন আপনারা এটি ভুলে যাবেন না। তিনি বলেন, ডেমোক্র্যাটরা লাখ লাখ মার্কিনিকে কষ্ট দিতে পেরে খুশি।”

এর আগে গত সোমবার রাতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি ৬০-৪০ ভোটে অনুমোদন পায়। এতে রিপাবলিকানরা ছাড়াও ডেমোক্র্যাটদের আট সিনেটর পক্ষে ভোট দেন। পরে বিলটি বুধবার রাতে প্রতিনিধি পরিষদেও পাস হয়।

ট্রাম্পের স্বাক্ষরের ফলে আজ বৃহস্পতিবার থেকে ফেডারেল কর্মীরা তাদের কাজে ফিরে আসবেন। বিলে গত ১ অক্টোবর থেকে শাটডাউন শুরু হওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসন কর্তৃক ফেডারেল কর্মীদের ছাঁটাইয়ের ঘটনাটি প্রত্যাহার করা হয়েছে। বিলটি আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত ফেডারেল তহবিল সচল রাখবে। 

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়