ট্রাম্পের ওপর নজর রাখতেন যৌন অপরাধী এপস্টাইন
মার্কিন কংগ্রেসের তদারকি কমিটি প্রকাশিত একাংশ নথি থেকে বুধবার জানা গেছে, শিশু যৌন অপরাধী জেফরি এপস্টাইনের কর্মীরা তাকে ডোনাল্ড ট্রাম্পের বিমান ভ্রমণ সম্পর্কে অবহিত রাখতেন। কারণ এটি তার নিজস্ব পরিবহন সম্পর্কিত ছিল। এমনকি দুজনের মধ্যে সম্পর্কের অবনতির বহু বছর পর পর্যন্ত ট্রাম্পের ব্যাপারে খবর রাখতেন এপস্টাইন।
নথিগুলোতে দেখা গেছে, ট্রাম্পের অবস্থান ঘিরে পর্যালোচনা করা বেশিরভাগ আলোচনা ফ্লাইট লজিস্টিকস সম্পর্কিত। কারণ তিনি এবং এপস্টাইন প্রায়ই একই বিমানবন্দর ব্যবহার করতেন। ট্রাম্পের গতিবিধি সম্পর্কে এপস্টাইন তার পাইলটের কাছ থেকে একাধিক আপডেট পেয়েছেন। যেমন- ‘প্রেসিডেন্টের নতুন সময়সূচি, ট্রাম্পের বিমান শুক্রবার বিকেল ৫ টায় অরল্যান্ডো পৌঁছাবে, তারপর পাম বিচে পৌঁছাবে রাত ১০ টায়, অনুমান। তিনি সাধারণত দেরিতে চলেন, তাই রাত ১১ টা তার পিবিআই আগমনের জন্য বাস্তবসম্মত সময় হতে পারে’ ইত্যাদি।
নথিগুলোতে আরো দেখা গেছে, এপস্টাইনের সহযোগীরা ট্রাম্প সম্পর্কিত অসংখ্য সংবাদ নিবন্ধ ফরোয়ার্ড করেছেন, যার মধ্যে প্রেসিডেন্টকে ঘিরে বিতর্কের প্রতিবেদনও রয়েছে। বন্ধুবান্ধব এবং সহযোগীদের সাথে এপেস্টাইনের ইমেইল আদান-প্রদানে ট্রাম্পকে অবমাননা করতেও দেখা গেছে। ২০১৮ সালের ডিসেম্বরে এক চিঠিতে এপস্টাইন সাবেক ট্রেজারি সেক্রেটারি ল্যারি সামারসকে বলেছিলেন,“ট্রাম্প শেষ সীমা বরবার পাগল। সীমান্ত থেকে কয়েক ফুট দূরে কিন্তু খুব বেশি নয়।”
ল্যারি জানতে চেয়েছিলেন- “ট্রাম্প কি পাগলামি করবে?”
জবাবে এপস্টাইন লিখেছিলেন, “এটি তার জন্য কোনো নতুন ঘটনা নয়। অতীতে তাকে বলা হয়েছিল, সে যেন তার সামর্থ্যের বাইরে না আসে। এভাবেই সে প্রায় ব্যক্তিগত দেউলিয়া হয়ে গিয়েছিল। তার শক্তি অসাধারণ। তাকে সাত দিনই ২৪ ঘণ্টা যন্ত্রণা দেওয়া হয়। আমি আশা করি তার খুব কাছের কেউ অভিযুক্ত হবে, কিন্তু নিশ্চিত নই, অন্যথায় অজানা চাপ তাকে পাগলাটে কাজ করতে বাধ্য করবে।”
ঢাকা/শাহেদ