ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রুশ সম্পদ ইউক্রেনকে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসলো ইইউ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ১৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৪:৩০, ১৯ ডিসেম্বর ২০২৫
রুশ সম্পদ ইউক্রেনকে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসলো ইইউ

জব্দ করা রাশিয়ান সম্পদ ব্যবহারের বিষয়ে একমত হতে ব্যর্থ হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা আগামী দুই বছরের জন্য ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক চাহিদা মেটাতে একটি বিশাল সুদমুক্ত ঋণ প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার ভোরে কূটনীতিকরা এ তথ্য জানিয়েছেন। 

ইইউ কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে লিখেছেন, “আমাদের একটি চুক্তি হয়েছে। ২০২৬-২৭ সালের জন্য ইউক্রেনকে ৯০ বিলিয়ন পাউন্ড সহায়তা প্রদানের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা তা পূরণ করেছি।” 

ইইউজুড়ে সরকারি অর্থব্যবস্থা ইতিমধ্যেই উচ্চ ঋণের চাপে রয়েছে। তাই ইউরোপীয় কমিশন কিয়েভকে একটি বিশাল ঋণ নিশ্চিত করার জন্য রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের জব্দকৃত সম্পদ ব্যবহার করার প্রস্তাব দিয়েছিল। দ্বিতীয় বিকল্প হিসেবে ইইউ বাজেটের বিপরীতে যৌথ ঋণ গ্রহণ করার বিষয়টি ছিল।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার জানিয়েছেন, ইইউ নেতারা জব্দকৃত সম্পদ ব্যবহারের পরিবর্তে নগদ ঋণের মাধ্যমে ইউক্রেনকে ঋণ প্রদানের সিদ্ধান্ত নিয়ে “বিশৃঙ্খলা ও বিভাজন” এড়িয়ে গেছেন। 

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ জানিয়েছেন, রাশিয়া যদি যুদ্ধের জন্য ক্ষতিপূরণ দেয় তবেই ইউক্রেনকে ঋণ পরিশোধ করতে হবে এবং রাশিয়া যদি ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হয় তবে ইইউ জব্দ করা রাশিয়ান সম্পদ ঋণ পরিশোধের জন্য ব্যবহারের অধিকার সংরক্ষণ করে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার শীর্ষ সম্মেলনের শুরুতে ইইউ নেতাদের বলেছিলেন, রাশিয়ারসম্পদ ব্যবহার করাই সঠিক উপায়। 

তিনি বলেছেন, “রাশিয়ার সম্পদ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা করতে এবং রাশিয়ান আক্রমণে ধ্বংস হওয়া জিনিসগুলো পুনর্নির্মাণের জন্য ব্যবহার করতে হবে। এটি নৈতিক। এটি ন্যায্য। এটি আইনি।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়