ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকার তোপখানা রোডে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২১, ১৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২০:৩৮, ১৯ ডিসেম্বর ২০২৫
ঢাকার তোপখানা রোডে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

ছবি সংগৃহীত

রাজধানীর তোপখানা রোডে উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় কার্যালয়টিতে অগ্নিসংযোগ করা হয়।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, “শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়।”

উদীচী শিল্পীগোষ্ঠীর ওয়েবসাইটে সংগঠনটির পরিচয়ে বলা হয়েছে, এটি বাংলাদেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন। ১৯৬৮ সালে বিপ্লবী কথাশিল্পী সত্যেন সেন, রণেশ দাশগুপ্তসহ একঝাঁক তরুণ গঠন করেন উদীচী। জন্মলগ্ন থেকে উদীচী অধিকার, স্বাধীনতা ও সাম্যের সমাজ নির্মাণের সংগ্রাম করে আসছে। উদীচী ৬৮, ’৬৯, ’৭০, ’৭১, সালে বাঙালির সার্বিক মুক্তির চেতনাকে ধারণ করে গড়ে তোলে সাংস্কৃতিক সংগ্রাম। এ সংগ্রাম গ্রাম-বাংলার পথে-ঘাটে ছড়িয়ে পড়ে। ১৯৭১ সালে উদীচীর কর্মীরা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নেয়। ২০১৩ সালে এই সংঠনটি দেশের সর্বোচ্চ সম্মাননা একুশে পদক লাভ করে।

উদীচীর অধীনে সঙ্গীত, নাটক, নৃত্য, আবৃত্তি, চারুকলা ও সাহিত্য বিভাগ কাজ করছে। ৭১টি সাংগঠনিক জেলা সংসদ এবং জেলা সংসদের অধীনে ৩১৫টি শাখা রয়েছে। বর্তমানে উদীচীর সদস্য সংখ্যা প্রায় দশ হাজার। দেশের বাইরেও উদীচীর ছয়টি শাখা রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাড়া, ফ্রান্স ও অস্ট্রেলিয়ায় ।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কার্যালয় ঢাকার ১৪/২ তোপখানা সড়ক (দোতলায়) অবস্থিত।

বৃহস্পতিবার (১৮ ডিসেসম্বর) রাতে ধানমন্ডিতে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়। ছায়ানট ভবনে রয়েছে নালন্দা হাইস্কুল।

ঢাকা/এমআর/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়