ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদারীপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ২০ ডিসেম্বর ২০২৫  
মাদারীপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

ফাইল ফটো

মাদারীপুর পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মাহফুজ রহমান শিষ (১৫)। আহতরা হলেন- মাহমুদা বেগম (৩৫) ও নরুন্নাহার বেগম (৪৫)।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা মোস্তফাপুরের দিকে যাচ্ছিল। পথে অটোরিকশাটি ইউটার্ন নেওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা মাহফুজ রহমান শিষ ও দুই নারী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাহফুজ রহমানকে শিষকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর জেলা হাসপাতালের পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/বেলাল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়