ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাবি শিক্ষকদের প্রবেশিকা সনদ প্রদান

মেহেদী হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ২২ মার্চ ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাবি শিক্ষকদের প্রবেশিকা সনদ প্রদান

শিক্ষকদের মাঝে সনদ বিতরণ করা হচ্ছে (ছবি : মেহেদী)

রাবি প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত শিক্ষকদের প্রবেশিকা প্রশিক্ষণের সনদপত্র প্রদান করা হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘সেন্টার ফর এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং’ আয়োজিত এক অনুষ্ঠানে সনদপত্র প্রদান করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

 

সেন্টারের পরিচালক অধ্যাপক বিশ্বজিৎ চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইবিএস পরিচালক প্রফেসর শহীদুল্লাহ্ ও প্রশিক্ষনার্থী সালেহ মাহমুদ (সমাজবিজ্ঞান)। সেন্টারের উপ-পরিচালক প্রফেসর আব্দুল্লাহ শামস বিন তারিক স্বাগত বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের অধিকর্তাবৃন্দ, ইনস্টিটিউট পরিচালকবৃন্দ এবং বিভাগীয় সভাপতিবৃন্দ। অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারী রাবির বিভিন্ন বিভাগের ৩২জন এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তিন জন নবীন শিক্ষককে সনদ প্রদান করা হয়।



 

 

 

রাইজিংবিডি/রাজশাহী বিশ্ববিদ্যালয়/২২ মার্চ ২০১৫/মেহেদী হাসান/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়