ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক পরিচয়ধারী আটক

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫১, ১৬ মার্চ ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক পরিচয়ধারী আটক

আটককৃত ব্যক্তির আইডি কার্ড

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : কখনো মানবাধিকার কর্মী, আবার কখনো সাংবাদিক, এভাবেই নানা পরিচয়ে বিভিন্ন সরকারি অফিস-আদালত থেকে চাঁদা দাবি করত মিন্নুর রুহমা পলাশ (৪০) নামে এক ব্যক্তি।

 

কিন্তু দির্ঘদিনের এই ব্যবসার শেষ রক্ষা হলো না তার। সোমবার টাঙ্গাইল ভূমি অফিসে চাঁদা আদায় করতে গিয়ে পুলিশের কাছে আটক হন তিনি।

 

টাঙ্গাইল জেলা ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা জানান, কয়েকদিন আগে পলাশ নামে ওই ব্যক্তি তার কাছে মানববন্ধন করার জন্য চাঁদা চাইতে আসে।

 

এ সময় তিনি সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা মানবাধিকার কর্মী ও অপরাধ বিষয়ক তথ্য সংগ্রহকারী হিসেবে নিজের পরিচয় দেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তি তার সঙ্গে দুর্ব্যবহার করেন।

 

পরে আজ দুপুরে আবারও পলাশ চাঁদা চাইতে আসলে আসলাম মোল্লার সন্দেহ হয়। পরে তিনি বিষয়টি টাঙ্গাইল প্রেসক্লাবসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের জানান। তারা গিয়ে পলাশকে চ্যালেঞ্জ করেন।

 

এ সময় তার কাছে থাকা একটি আইডি কার্ড উদ্ধার করা হয়। আইডি কার্ডে ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন ও অনলাইন বাংলানিউজ: এনএইচসিআরএফ২৪.কম নামে একটি আইডি কার্ড পাওয়া যায়।

 

এ ছাড়া আইডি কার্ডে মানবাধিকার কর্মী ও অপরাধ বিষয়ক তথ্য সংগ্রহকারী এর সভাপতি পদ উল্লেখ করা রয়েছে। কিন্তু তার ভিজিটিং কার্ডে সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা মানবাধিকার কর্মী ও অপরাধ বিষয়ক তথ্য সংগ্রহকারী দেওয়া রয়েছে।

 

পরে বিষয়টি টাঙ্গাইল মডেল থানায় জানানো হলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। প্রাথমিকভাবে পলাশ মাদকাসক্ত বলে পুলিশ ধারণা করেছে। পলাশ জানায়, মাদকদ্রব্যের অর্থ যোগাতেই তিনি এই পথ বেছে নিয়েছেন ।

 

 

 

 

রাইজিংবিডি/টাঙ্গাইল/১৬ মার্চ ২০১৫/শাহরিয়ার সিফাত/রুহুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়