ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বন‌্যা: ভেনিসে হাই অ্যালার্ট

ইতালি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ১৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বন‌্যা: ভেনিসে হাই অ্যালার্ট

ইতালির ভেনিস শহরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।  সারারাত ভারী বর্ষণের ফলে রোববার ভেনিসসহ ইতালির বেশকিছু শহরে হাই অ্যালার্ট জারি করা হয়।  বন্ধ ঘোষণা করা হয়েছে শহরের সব দর্শনীয় স্থান।

গত মঙ্গলবারের পর এদিন আবারও ভেনিসের বাসিন্দারা এবং শহরটির পর্যটকরা জোয়ারে পানির কবলে পড়েন।

১৯৬৬ সালের পর এবার পানির উচ্চতা সর্বোচ্চ বলে জানিয়েছে স্থানীয় জোয়ার পর্যবেক্ষণ কেন্দ্র।  সংস্থাটির দেয়া তথ্য অনুযায়ী, ভেনিসে এবার পানি সর্বোচ্চ ১ দশমিক ৮৭ মিটার বা ৬ ফুট উচ্চতায় উঠেছে।

ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো জানান, শহরটির বাসিন্দারা আরেকটি কঠিন দিন পার করার জন্য প্রস্তুত হচ্ছে। 

এই জরুরি অবস্থা মোকাবিলার জন্য ব্রুগনারোকে বিশেষ কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।  এছাড়া ফ্লোরেন্স ও পিসার কর্তৃপক্ষ নিবিড়ভাবে আরনো নদী পর্যবেক্ষণ করে।

এদিকে, ক্ষতিগ্রস্ত ভেনিস পুনর্গঠনে দুই কোটি ইউরো অনুমোদন দিয়েছে সরকার।  ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।  সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কম হওয়ায় প্রতি বছরই প্লাবিত হয় ভেনিসের নিচু অঞ্চগুলো।


ইতালি/ইসমাইল হোসেন স্বপন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়