ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তিন ছাত্রনেতা হত্যার দ্রুত বিচার চায় যুক্তরাষ্ট্র জাসদ  

ছাবেদ সাথী, নিউইয়র্ক সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২০  
তিন ছাত্রনেতা হত্যার দ্রুত বিচার চায় যুক্তরাষ্ট্র জাসদ  

তিন ছাত্রনেতা মুনির, তপন ও জুয়েল হত‌্যার দ্রুত বিচার দাবি করেছে যুক্তরাষ্ট্র জাসদ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত এক স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।

জাসদ নেতারা বলেন, ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর সিলেট শহরে  জামায়াত শিবির তাণ্ডব চালায়। হত‌্যা করা হয় ছাত্রনেতা মুনির, তপন ও জুয়েলকে। জামায়াত-শিবিরের অতীতের সব অপকর্মের বিচার এখন সময়ের দাবি। এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্যকে আরও জোরদার করতে হবে। এ হত্যা মামলা পুনর্জীবিত করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।

জাসদ সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় স্মরণ সভায় বক্তারা আরও বলেন, ‘খুনিদের আইনের কাঠগড়ায় দাঁড় করানোর উদ্যোগ এখনই নিতে হবে সরকারকে।’

স্মরণ সভায় বক্তব্য দেন যুক্তরাষ্ট্র জাসদ সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, জাসদ নেতা আবুল ফজল লিটন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জ্যোতির্ময় দত্ত নিশু। 

ঢাকা/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়