RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ২৭ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৩ ১৪২৭ ||  ১০ রবিউস সানি ১৪৪২

যুক্তরাষ্ট্রে শপিংমলে গুলি, আহত ৮

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ২১ নভেম্বর ২০২০   আপডেট: ১৫:০৫, ২১ নভেম্বর ২০২০
যুক্তরাষ্ট্রে শপিংমলে গুলি, আহত ৮

যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি শপিংমলে ক্রেতাদের লক্ষ্য করে এলোপাতারি গুলি করে পালিয়েছে অজ্ঞাত এক বন্দুকধারী। স্থানীয় সময় শুক্রবার (২০ নভেম্বর) বেপরোয়া এ গুলির ঘটনায় আটজন আহত হয়েছেন।

এদিকে হামলাকারী পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

এফবিআই এবং মিলওয়াউকি কাউন্টি শেরিফের দপ্তরের দেওয়া টুইটার বার্তায় জানানো হয়েছে, তাদের কর্মকর্তারা উইসকনসিনের ওয়াউওয়াটসার মেফেয়ার শপিংমলের ঘটনাস্থলে রয়েছেন এবং স্থানীয় পুলিশকে ‘সর্বাত্মক’ সহযোগিতা করছেন।

ওয়াউওয়াটসা পুলিশ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ‘জরুরি বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারী সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।’

বিবৃতিতে জানানো হয়েছে, আহতদের মধ্যে সাতজন যুবক এবং একজন কিশোর। তাদেরকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাদের আঘাত কতটা গুরুতর তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তবে ওয়াউওয়াটসা মেয়র ডেনিস ম্যাকব্রিজ এবিসি নিউজকে বলেন, ‘তাদের আঘাত তেমন গুরুতর না। এতে তাদের মৃত্যুর আশংকা নেই।’

পুলিশ এ হামলাকারীকে ‘২০ থেকে ৩০ বছর বয়সের এক শ্বেতাঙ্গ’ হিসেবে শনাক্ত করেছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ক্লিপে হামলাকারীর বেপরোয়া গুলি বর্ষণের সময় ওই শপিংমলের অনেক কর্মীকে ভবনের অভ্যন্তরে আশ্রয় নিতে দেখা গেছে।

জিল উলি নামের এক ক্রেতা স্থানীয় এক নিউজ স্টেশনকে বলেন, বেপরোয়া গুলি বর্ষণকালে তিনি তার ৭৯ বছর বয়সি মাকে নিয়ে ভবনের ভিতরে চলে যান।

ছাবেদ সাথী/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়