ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লেবাননের আকাশসীমা অতিক্রম করেছে ইসরায়েলি যুদ্ধবিমান

জসিম উদ্দীন সরকার, লেবানন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫১, ২৫ জানুয়ারি ২০২১   আপডেট: ১৭:০৮, ২৫ জানুয়ারি ২০২১
লেবাননের আকাশসীমা অতিক্রম করেছে ইসরায়েলি যুদ্ধবিমান

রবিবার (২৪ জানুয়ারি) লেবাননের নাহারনেট ডটকমের সূত্রে জানা যায়, বৈরুতসহ লেবাননের বেশ কিছু অঞ্চলের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পরে ইসরায়েলের যুদ্ধবিমান। রাজধানী বৈরুতের আকাশে দুটি জেট ফাইটার বিমান উড়তে দেখা যায়।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থার রিপোর্টে জানা যায়, ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণাঞ্চলের হাসবায়া, আল-ওরকুব, সাইদ এবং জেজিনের আকাশসীমায় নিন্ম উচ্চতায় উড়তে দেখা যায়।

এছাড়াও হারমন পাহাড়ের আকাশে এবং ইসরায়েল অধিকৃত গোলান হাইটসের ওপরেও উড়ছিল জেট বিমান দুটি।

লেবাননের টিভি নেটোয়ার্ট জানিয়েছে যে, যুদ্ধবিমানগুলো লেবাননের পূর্ব ও পশ্চিম পর্বতমালার আকাশে মাঝারি উচ্চতায় উড়তে দেখা গেছে।

সাধারনত প্রতিবেশি দেশ সিরিয়ায় হামলার আগে ইসরায়েলি বিমান লেবাননের আকাশসীমাতে তীব্রবেগে ঘোরাফেরা করে।

সম্প্রতি লেবাননের আকাশে কম উচ্চতায় ইসরায়েল যুদ্ধবিমান উড়াচ্ছে, যার ফলে লেবাননের সাধারণ জনগনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে শিগগিরই লেবানন জাতিসংঘের কাছে অভিযোগ করতে যাচ্ছে বলে জানা গেছে।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়