ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে হঠাৎ বেড়েছে যাত্রী সংখ্যা

ছাবেদ সাথী, নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩০, ১৫ মার্চ ২০২১   আপডেট: ০৭:৪২, ১৫ মার্চ ২০২১
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে হঠাৎ বেড়েছে যাত্রী সংখ্যা

যুক্তরাষ্ট্রে গত বছর মার্চ মাস থেকে করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর বিমানবন্দরগুলোতে যাত্রী সংখ্যা হ্রাস পেয়েছিল অনেকাংশে। বিমানবন্দরগুলোতে একদিনেই হঠাৎ করে যাত্রী সংখ্যা বেড়ে গেছে। যা গত বছরের রেকর্ড ভেঙেছে। গত শুক্রবার (১২ মার্চ) বিমানবন্দরগুলোতে সাড়ে ১৩ লাখেরও কিছু বেশি যাত্রী চেক ইন করেছে। গত বছরের ১৫ মার্চের পর এটিই এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ সংখ্যক।

দেশটির বিমান খাত ধীরে ধীরে সংকট কাটিয়ে উঠলেও বছরের এ সময়ে যত সংখ্যক যাত্রী সাধারণত থাকে তার চেয়ে বর্তমান যাত্রী সংখ্যা অর্ধেকেরও কম।

মহামারির পর গত ৩ জানুয়ারি যাত্রী সংখ্যা সর্বোচ্চ হয়েছিল ১৩ লাখ ৩০ হাজার। গত এক বছরের মধ্যে ১৪ এপ্রিল ছিল যাত্রীসংখ্যা সবচেয়ে কম, ৮৭ হাজার ৫৩৪।

করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৩ কোটি ৪৩ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৪ হাজারেরও বেশি। তবে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে ১০ কোটিরও বেশি মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণের হারও নিম্নমুখী।

আগামী ১ মে থেকে সকল প্রাপ্তবয়স্কদের জন্য ভ্যাকসিন উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়