ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রে দুই দিনে ৬০ লাখ মানুষের করোনার টিকা গ্রহণ

ছাবেদ সাথী, নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৬, ২৩ মার্চ ২০২১   আপডেট: ০৮:১২, ২৩ মার্চ ২০২১
যুক্তরাষ্ট্রে দুই দিনে ৬০ লাখ মানুষের করোনার টিকা গ্রহণ

যুক্তরাষ্ট্রে গত দুইদিনে ৬০ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছে। স্থানীয় সময় রবিবার (২২ মার্চ) সকাল নাগাদ ২৪ ঘণ্টায় ৩০ লাখ ৪০ হাজার ডোজ এবং এর আগের দিন ৩১ লাখ ২০ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে। রবিবার প্রকাশিত সরকারি তথ্য থেকে বিষয়টি জানা গেছে।

দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, সর্বশেষ সাত দিনের প্রতিদিন গড়ে ২৪ লাখ ৪০ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে। বিশ্বে করোনায় সবচেয়ে বেশি লোক যুক্তরাষ্ট্রে মারা গেছে। এ সংখ্যা এখন পর্যন্ত প্রায় ৫ লাখ ৪২ হাজার। আক্রান্তের সংখ্যায়ও শীর্ষে যুক্তরাষ্ট্র যা কোটির বেশি।

তবে দেশটি সাফল্যের সঙ্গে টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রায় ১৩ দশমিক ৩ শতাংশ লোককে পুরোপুরি টিকার আওতায় নেওয়া হয়েছে। ২৪ দশমিক ৫ শতাংশ লোক অন্তত টিকার একটি ডোজ গ্রহণ করেছেন।

এদিকে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রথম একশ’ কার্যদিবসে ১০ কোটি লোককে টিকা দেওয়ার যে পরিকল্পনা নিয়েছিলেন তা সফল উল্লেখ করে তিনি বলেন, এ সময়ের মধ্যে আমরা সম্ভবত দ্বিগুণ লোককে টিকার আওতায় নিতে পারবো।

যুক্তরাষ্ট্রে বর্তমানে তিনটি টিকার প্রয়োগ চলছে। দুই ডোজের টিকা ফাইজার/বায়োএনটেক এবং একক ডোজের টিকা জনসন অ্যান্ড জনসন।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়