ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সৃষ্টি একাডেমির বাংলা বর্ষবরণ

প্রবাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ১১ এপ্রিল ২০২১   আপডেট: ২০:৪৩, ১১ এপ্রিল ২০২১
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সৃষ্টি একাডেমির বাংলা বর্ষবরণ

বাংলা বর্ষবরণ উপলক্ষে যুক্তরাষ্ট্র প্রবাসীদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করেছে সৃষ্টি একাডেমি। গত ৯ এপ্রিল নিউইয়র্ক সময় রাত ৯টা থেকে ভার্চুয়াল এই অনুষ্ঠান হয়।

২০০৬ সালে প্রতিষ্ঠিত সৃষ্টি একাডেমি যুক্তরাষ্ট্রের প্রবাসীদের নাচ প্রশিক্ষণসহ বাংলা সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আয়োজকেরা জানান, বিগত বছরগুলোতে শারীরিক উপস্থিতির মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ আয়োজন করা হলেও এবার করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়াল অনুষ্ঠান করা হয়েছে।

আরো পড়ুন:

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ড. সুবর্ণা আফরিন খান। তার সঙ্গে সহযোগিতায় ছিলেন কৌতুক অভিনেতা জাভেদ মাহমুদ শিপলু। অনুষ্ঠানে নাচ পরিবেশন করে সৃষ্টি একাডেমির শিক্ষার্থী টিয়ানা, উমাইনা, জুনাইয়না, সাহরিস, আরিয়া, বাদা, ঈশান, সামির, জারা ও খাইরুছ। সেই সঙ্গে একাডেমির শিক্ষক সুবর্ণা, তমা ও বিচিত্রা বাংলা গানে নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত করে তোলেন।

এ আয়োজনে সৃষ্টি একাডেমির শিশু শিল্পীদের নাচের পাশাপাশি পিয়ানো পরিবেশন করেন আলমীর রহমান। এছাড়া গান পরিবেশন করেন রুদাবা মোক্তাদির, সোনিয়া লাসমিন লাবনী, জার্সী ওয়েভ ও এসএন্ডআর ব্যান্ড। আবৃত্তি পরিবেশন করেন রাহাত মোক্তাদির।

অনুষ্ঠানটির স্ট্রিমিং পার্টনার হিসেবে কাজ করেছে সুবিধাবঞ্চিত শিশুদের সহযোগিতাকারী প্রতিষ্ঠান ‘আগামী’। স্ট্রিমিং সহযোগিতায় ছিলেন আগামী’র মোস্তাফিজুর রহমান পারভেজ। অনুষ্ঠানটি একই সঙ্গে সৃষ্টি একাডেমির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এবং আগামীর ফেসবুক পেজে প্রচারিত হয়।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়