ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নিউ ইয়র্কে শেষ হলো কনস্যুলেট ও বাংলাদেশ সোসাইটির করোনা টিকাদান

ছাবেদ সাথী, নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০০, ১৩ এপ্রিল ২০২১  
নিউ ইয়র্কে শেষ হলো কনস্যুলেট ও বাংলাদেশ সোসাইটির করোনা টিকাদান

নিউ ইয়র্ক সিটি হেল্থ হাসপাতাল, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্ক এবং বাংলাদেশ সোসাইটি’র সহযোগিতায় চার দিনব্যাপী করোনা টিকাদান কর্মসূচি শেষ হয়েছে। গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া করোনা টিকাদান এ কর্মসূচি শেষ হয় ১১ এপ্রিল।

এ কর্মসূচিতে ‘জনসন এন্ড জনসন’ এর সিঙ্গেল ডোজ টিকা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রদান করা হয়। এ কর্মসূচিতে ৫২৮ জন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যকে টিকা দেয়া হয়।

স্বেচ্ছায় টিকাদান কর্মসূচিটি কমিউনিটির সকলের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এবং কমিউনিটির উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া গেছে। এ কর্মসূচির সহযোগী নিউইয়র্ক সিটি হেল্থ, হাসপাতাল ও কমিউনিটির সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

কমিউনিটির জন্য প্রদত্ত বিশেষ এই সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বাংলাদেশ সোসাইটিকে কনসাল জেনারেল কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। স্বল্পসময়ে টিকাদান কর্মসূচির তথ্যটি কমিউনিটিকে অবহিত করায় নিউ ইয়র্কের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দকেও ধন্যবাদ জানিয়েছেন কনসাল জেনারেল।

কনস্যুলেট জেনারেল ভবিষ্যতেও কমিউনিটির চাহিদা অনুযায়ী এ ধরণের সেবা-কার্যক্রম অব্যাহত রাখার প্রচেষ্টা চালাবেন।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়