Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ১৭ মে ২০২১ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪২৮ ||  ০৪ শাওয়াল ১৪৪২

করোনার টিকাদানে তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৩, ২০ এপ্রিল ২০২১   আপডেট: ১০:১৩, ২০ এপ্রিল ২০২১
করোনার টিকাদানে তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র

মোট জনসংখ্যার প্রায় অর্ধেক প্রবীণ নাগরিককে অন্তত এক ডোজ করোনার টিকাদানের মাধ্যমে শীর্ষ তালিকায় উঠেছে যুক্তরাষ্ট্র।

দেশের ১৩০ মিলিয়ন মানুষের মধ্যে ১৮ বছর ও তার বেশি বয়সের নাগরিকরা টিকা কার্যক্রমের আওতায় এসেছেন। বিশ্ব যখন কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে তখন এই পরিসংখ্যান নিঃসন্দেহে স্বস্তি দেবে বাইডেন প্রশাসনকে।

সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর তথ্য অনুযায়ী, আমেরিকার ৮৪ মিলিয়ন প্রবীণ নাগরিককে ইতিমধ্যেই টিকা দেওয়া হয়ে গেছে। যা দেশের মোট জনসংখ্যার ৩২. ৫ শতাংশ। 

তবে মহামারি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচির মতে কোভিডের দ্বিতীয় ঢেউ যে হারে ছড়িয়ে পড়ছে তাতে বর্তমান পরিস্থিতিতে কিছু বলা অনিশ্চিত হয়ে পড়েছে। হোয়াইট হাউজের পক্ষ থেকে ভ্যাকসিনকে দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

সিডিসি জানিয়েছে, ১০৯ মিলিয়ন ফাইজার, ৯২ মিলিয়ন মর্ডানা এবং ৭.৯ মিলিয়ন জনসন অ্যান্ড জনসনের টিকা ব্যবহার করা হয়েছে দেশটিতে।

ঢাকা/ছাবেদ সাথী/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়