Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ১৪ জুন ২০২১ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪২৮ ||  ০১ জিলক্বদ ১৪৪২

বিল গেটসের পর বেজোসের পরকীয়া ফাঁস

ছাবেদ সাথী, নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৮, ১০ মে ২০২১   আপডেট: ০৮:১৬, ১০ মে ২০২১
বিল গেটসের পর বেজোসের পরকীয়া ফাঁস

বিশ্বের সর্বোচ্চ ধনী বিল গেটসের পর এবার প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের সহ-প্রতিষ্ঠাতা জেফ বেজোসের পরকীয়ায় আসক্তের খবর ফাঁস হয়েছে। মার্কিন গণমাধ্যমে এ খবর প্রকাশ করেছে।

খবরে বলে হয়, অ্যামাজনের সহ-প্রতিষ্ঠাতা জেফ বেজোস একসময় হেলিকপ্টারে চড়তে চাইতেন না। অথচ হঠাৎ করেই তার এই বাহনটির প্রতি আসক্তি দেখে অবাক হন তার প্রতিষ্ঠানে কর্মরত অনেকেই। মূলত হেলিকপ্টারের ওপর হঠাৎ বেজোসের আসক্তি তৈরি হওয়ার পরেই পরকীয়ার বিষয়টি সামনে আসে। ২০১৮ সালের গ্রীষ্মে বেজোস লরা সানচেজের সঙ্গে ডেটিং শুরু করেন। সানচেজ ব্ল্যাক অপস অ্যাভিয়েশনের মালিক এবং পাইলট।

জানা যায়, জেফ বেজোস সাধারণত হেলিকপ্টারে চড়তে চাইতেন না। কিন্তু সানচেজের সঙ্গে প্রেমে পড়ে এই যানের ব্যবহার বাড়িয়ে দেন। ২০১৮ সালের জুলাইয়ে টেক্সাসে বিশাল এক অঞ্চলে অবস্থিত ব্লু অরিজিনে নিউ শেপার্ড রকেটে করে নবম মাসের টেস্ট ফ্লাইটে ছিলেন জেফ বেজোস।

ওই সময় লস অ্যাঞ্জেলেসের ফক্স নিউজের সাবেক উপস্থাপিকা লরা সানচেজ তার সঙ্গে ছিলেন। ওই সময়ে সানচেজও জেফ বেজোসের মতো ছিলেন বিবাহিতা।

সানচেজের স্বামী ছিলেন এন্ডেভার ট্যালেন্ট এজেন্সির চেয়ার প্যাট্রিক হোয়াইটসেল। ২০১৬ সালে তিনিই নিজের স্ত্রী লরাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন অ্যামাজনের সহ-প্রতিষ্ঠাতার সঙ্গে।

এ ঘটনার বেশ কয়েক মাস পরে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে লরাঁ ও বেজোসের মধ্যে গোপন প্রেমের কাহিনি প্রকাশিত হয়। সেসময় জেফ বেজোস তার স্ত্রী ম্যাকেঞ্জির সঙ্গে ছিলেন বিবাহ বন্ধনে আবদ্ধ। তাদের ২৫ বছরের ঘর-সংসার। ম্যাকেঞ্জি চার সন্তানের মা তখন।

যুক্তরাষ্ট্র ভিত্তিক ট্যাবলয়েড ন্যাশনাল এনকোয়ারার ২০১৯ সালের জানুয়ারিতে জানায়, বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেমের কারণে বেজোস তার স্ত্রী মেকানজিকে ডিভোর্স দিতে যাচ্ছেন।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়