ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বাংলাদেশে টিকা সংকট সমাধানের আশ্বাস মার্কিন রাজনীতিবিদদের

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ১৪ জুলাই ২০২১   আপডেট: ১১:১৭, ১৪ জুলাই ২০২১
বাংলাদেশে টিকা সংকট সমাধানের আশ্বাস মার্কিন রাজনীতিবিদদের

কানেকটিকাট অঙ্গরাজ্যের মার্কিন রাজনীতিবিদদের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম

বাংলাদেশে করোনার টিকা সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রভাবশালী নেতা কানেকটিকাটের গভর্নর নেড ল্যামন্ট।

কানেকটিকাটে অবস্থিত ফাইজার গ্লোবাল সদর দপ্তরের কেন্দ্রীয় গবেষণা বিভাগের সহায়তায় বাংলাদেশে বাণিজ্যিকভাবে ভ্যাকসিনের সহ-উৎপাদন ও ভ্যাকসিন সরবরাহের উপায় অনুসন্ধান করতেও সম্মত হন তিনি। 

গত ১২ জুলাই গভর্নরের বাসভবনে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সঙ্গে বৈঠককালে তিনি এ আশ্বাস দেন।

কানেকটিকাট অঙ্গরাজ্যের গভর্নরের সঙ্গে সাথে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম

এর আগে কানেকটিকাটের হার্টফোর্ড সিটিতে বাংলাদেশি আমেরিকানরা রাষ্ট্রদূতের সম্মানে একটি স্বাগত অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে কংগ্রেসম্যান জন বি লারসন (ডেমোক্র্যাট-কানেকটিকাট), কংগ্রেস জাহানা হেইস (ডেমোক্র্যাট-কানেকটিকাট), কানেকটিকাটের লেফটেন্যান্ট গভর্নর সুসান বাইসিউইচ, রাজ্য সিনেটর সৌদ আনোয়ার, ম্যানচেস্টার সিটি মেয়র জে মুরান, কানেকটিকাট ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ন্যান্সি ডিনার্ডো, ডা. মেহেদী আনোয়ারসহ স্থানীয় কমিউনিটির নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

আলোচনার সময় কংগ্রেস সদস্য লারসন এবং কংগ্রেসওমেন হেইস করোনার টিকাদানসহ মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বাংলাদেশ-মার্কিন সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার আশ্বাস দেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়নসহ বাংলাদেশের চলমান আর্থ-সামাজিক অগ্রগতিরও প্রশংসা করেছেন।

ছাবেদ সাথী/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়