ঢাকা     বুধবার   ০১ মে ২০২৪ ||  বৈশাখ ১৮ ১৪৩১

যুক্তরাষ্ট্রে শামীম ওসমানকে হেনস্তা, মালয়েশিয়ায় প্রতিবাদ সভা

এস. এ সৌরভ, মালয়েশিয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ১৭ জুলাই ২০২৩   আপডেট: ২২:০১, ১৭ জুলাই ২০২৩
যুক্তরাষ্ট্রে শামীম ওসমানকে হেনস্তা, মালয়েশিয়ায় প্রতিবাদ সভা

যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে হেনস্থার অপচেষ্টার অভিযোগে প্রতিবাদ সভা করেছে মালয়েশিয়া বঙ্গবন্ধু ফাউন্ডেশন। রোববার (১৬ জুলাই) বিকেলে মালয়েশিয়ার কুয়ালালামপুরে হোটেল জি টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়া বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি দাতো আব্দুল রউফ লিটনের সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক। প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন তার বক্তব্যে বলেন, শামীম উসমান নারায়ণগঞ্জের সিংহ পুরুষ। তাকে হেনস্থা করার শাস্তি কঠিন হওয়া উচিত।

বক্তারা বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে সংসদ সদস্য শামীম ওসমানকে হেনস্তা করার ঘৃণ্য অপচেষ্টা করা হয়। কিন্তু শামীম ওসমান পালিয়ে না গিয়ে গাড়ি থেকে নেমে ভদ্র ভাষায় দৃঢ়তার সঙ্গে প্রতিবাদ করেছেন। একপর্যায়ে দুষ্কৃতকারীরা পিছু হটতে বাধ্য হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।

হাসান/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়