ঢাকা     বুধবার   ০১ মে ২০২৪ ||  বৈশাখ ১৮ ১৪৩১

কুয়ালালামপুরে পাসপোর্ট সেবাকেন্দ্র নতুন ঠিকানায়

এস. এ সৌরভ, মালয়েশিয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৩, ৩০ আগস্ট ২০২৩  
কুয়ালালামপুরে পাসপোর্ট সেবাকেন্দ্র নতুন ঠিকানায়

মালয়েশিয়ার কুয়ালালামপুরে নতুন ঠিকানায় পাসপোর্ট সেবা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ হাইকমিশন। কুয়ালালামপুরের জালান আমপাং এলাকায় নতুন এ সেবাকেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) আনুষ্ঠানিকভাবে নতুন এ কার্যালয়ের উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।

নতুন কার্যালয়ের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মো. খোরশেদ আলম খাস্তগীর, মিনিস্টার (শ্রম) মো. নাজমুস সাদাত সেলিম, প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর মো. হাসান তারিক মন্ডল, দূতালয় প্রধান ও কাউন্সেলর ফারহানা আহমেদ চৌধুরী, কাউন্সেলর (রাজনৈতিক) প্রনব কুমার ভট্টাচার্য, কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম, কাউন্সেলর (কনস্যুলার) রাসেল রানা, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মিয়া মো. কিয়ামুদ্দিন প্রথম সচিব (বাণিজ্য) প্রনব কুমার ঘোষ, প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান ও সুমন চন্দ্র দাস, প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভীনসহ হাইকমিশনের কর্মকর্তা কর্মচারী।

পাসপোর্ট সেবা কেন্দ্রের নতুন ঠিকানা; ৩০ জালান আমপাং, কুয়ালালামপুর সিটি সেন্টার, ৫০২৫০ কুয়ালালামপুর, মালেয়শিয়া।

পাসপোর্ট সেবাকেন্দ্রের সেবার সময়সূচি:

শনিবার: বন্ধ
রোববার: বন্ধ
সোমবার: সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
মঙ্গলবার: সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
বুধবার: সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত
বৃহস্পতিবার: সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত
শুক্রবার: সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত

ঢাকা/হাসান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়