ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাউথ এশিয়ান পদক পেলেন অজয় দাশগুপ্ত 

প্রবাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ৩ অক্টোবর ২০২৩  
সাউথ এশিয়ান পদক পেলেন অজয় দাশগুপ্ত 

বাংলাদেশের লেখক কলামিস্ট ছড়াকার কবি অজয় দাশগুপ্ত পেয়েছেন আরো একটি আন্তর্জাতিক পদক। তিনি অস্ট্রেলিয়ার সাফাল পদক অর্জন করেছেন। 

সার্কের সাত দেশ এবং আফগানিস্তান মোট আট দেশের এই বিশাল সংগঠনটি প্রথমবারের মতো প্রবর্তিত শিল্প সাহিত্যের পদক ও সম্মাননা পেয়েছেন বাংলাদেশী অস্ট্রেলিয়ান অজয় দাশগুপ্ত। 

লেখালেখিতে অবদানের জন্য Australian South Asia foram  আয়োজিত ৩০ সেপ্টেম্বরের গালা নাইটে এই পুরস্কার প্রদান  করা হয়।

অজয় দাশগুপ্ত এই পদক ও আন্তর্জাতিক অর্জন মা ও মাতৃভূমিকে উৎসর্গ করে জানান, এর কৃতিত্ব ও অভিনন্দন তাদেরই প্রাপ্য। 

তারা//

সর্বশেষ

পাঠকপ্রিয়