ঢাকা     বুধবার   ০১ মে ২০২৪ ||  বৈশাখ ১৮ ১৪৩১

মালয়েশিয়ায় ভবন ধসে নিহত ৩ বাংলাদেশির পরিচয় শনাক্ত

এস. এ সৌরভ, মালয়েশিয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ২৯ নভেম্বর ২০২৩  
মালয়েশিয়ায় ভবন ধসে নিহত ৩ বাংলাদেশির পরিচয় শনাক্ত

ঘটনাস্থলে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে নিহত ৩ বাংলাদেশি শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মোহাম্মদ মোকাদ্দেস আলী (৪৬), কুমিল্লার দেবীদ্বার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ সাইফুল ইসলাম (২৯) ও পাবনার চাটমোহর উপজেলার ছাইপাই গ্রামের মো. আহেদ আলী (৪২)।

ঘটনাস্থল থেকে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। এ ছাড়া, অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।

ভবন ধসের ঘটনায় আহত দুইজন হলেন- মো. রাজু ইসলাম (৩৩) ও মো. উজ্জ্বল মৃধা (৩০)। তাদের পেনাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজনের মধ্যে উজ্জ্বলের অবস্থা আশঙ্কাজনক বলে জানান শ্রম সচিব। 

অপরদিকে, এ ঘটনার পর থেকে নিখোঁজ ৪ বাংলাদেশি শ্রমিককে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে মালয়েশিয়ান ফায়ার সার্ভিস ও পুলিশ।  

মালয়েশিয়ার স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে পেনাং রাজ্যে নির্মাণাধীন ভবন ধসের ঘটে। এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি শ্রমিক নিহত হন। আরেকজন হাসপাতালে মারা যান।

পেনাংয়ের উপ-পুলিশপ্রধান মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন যে, এ ঘটনার ভুক্তভোগীরা সবাই বাংলাদেশি নাগরিক।

বাংলাদেশি শ্রমিকদের খোঁজে ঘটনাস্থলে আছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগীর, প্রথম সচিব (লেবার) এ এস এম জাহিদুর রহমান ও পেনাংয়ে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল দাতুক শাইক ইসমাইল আলাউদ্দীন।

ঢাকা/হাসান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়