ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

আরব আমিরাতে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা 

মুহাম্মদ শাহ জাহান, ইউএই  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ২ আগস্ট ২০২৪  
আরব আমিরাতে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা 

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থানরত অবৈধ প্রবাসীরা পাচ্ছেন বৈধতার সুযোগ। আগামী ১ সেপ্টেম্বর থেকে দুই মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। 

স্থানীয় গণমাধ্যমে এ ঘোষণা দিয়েছে ইউএই’র ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি সিটিজেনশিপ। সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, যারা আগে আমিরাতে রেসিডেন্স ভিসায় ছিলেন এবং বর্তমানে অবৈধ, তারা ১ সেপ্টেম্বর থেকে দুই মাস ‘স্পন্সর’ খুঁজে বৈধ হওয়ার সুযোগ পাবেন অথবা বিনা জেল-জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই আমিরাত ত্যাগ করতে পারবেন। 

বাংলাদেশ কন্স্যুলেট, দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করায় অবৈধ প্রবাসীদের বিনা জরিমানায় বৈধ হওয়ার সুযোগ হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে হবে।  

তিনি বলেন, যাদের পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ বা হারিয়ে গেছে, তারা যেন এমনেস্টির সুযোগ নিতে আগে থেকেই পাসপোর্ট সংগ্রহের প্রক্রিয়া শুরু করেন। দ্রুত পাসপোর্ট পেতে কনস্যুলেট যথাসাধ্য সহযোগিতা করবে। 

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে ২০১৮ সালের সাধারণ ক্ষমার সময় ৫০ হাজার বাংলাদেশি সুবিধা পেয়েছিলেন।

হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়